Personal Loan নেওয়ার প্ল্যান? এই ৫ ভুল করলেই যে ভয়াবহ বিপদ

পার্সোনাল লোন নেওয়ার সময় কিছু ভুল করে ফেলেন অনেকে। যার ফলও ভুগতে হয় তাঁদের। পরবর্তী সময় মাথায় চাপে বিরাট ঋণের বোঝা।

Advertisement
পার্সোনাল লোন নেওয়ার প্ল্যান? এই ৫ ভুল করলেই যে ভয়াবহ বিপদ
হাইলাইটস
  • লোন নেওয়ার সময় কিছু ভুল করে ফেলেন অনেকে
  • যার ফলও ভুগতে হয় তাঁদের
  • পরবর্তী সময় মাথায় চাপে বিরাট ঋণের বোঝা

মেডিক্যাল ইমার্জেন্সি থেকে শুরু করে শিক্ষার খরচ মেটানো বা ব্যক্তিগত প্রয়োজনে অনেকেই পার্সোনাল লোন নেন। তার পর ধীরে ধীরে ধার করতে থাকেন শোধ। 

তবে মুশকিল হল, এই লোন নেওয়ার সময় কিছু ভুল করে ফেলেন অনেকে। যার ফলও ভুগতে হয় তাঁদের। পরবর্তী সময় মাথায় চাপে বিরাট ঋণের বোঝা।

তাই আর সময় নষ্ট না করে পার্সোনাল লোন নেওয়ার সময়ের এই ভুলগুলি জেনে নিন। তার পর এগুলি এড়িয়ে চলুন। তাহলেই আর বড়সড় বিপদ হবে না।

প্রয়োজনের বাইরে ধার নেওয়া
মিলছে বলেই প্রয়োজনের বাইরে আরও একটু ধার নিয়ে ফেলেন অনেকে। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। অত্যধিক চাপ চেপে যায় কাঁধে। তখন ইএমআই দিতে হিমশিম খেতে হয়। তাই ঋণ একান্তই নিতে হলে আগে একটু ক্যালকুলেশন করে নিন। নিজের প্রয়োজনের তুলনায় বেশি ঋণ নেবেন না।  

কি-টার্ম না দেখা
ঋণ নেওয়ার সময় অবশ্যই ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি, টেনিয়র এবং রিপেমেন্ট শিডিউল দেখতে হবে। এছাড়া আরও যদি কোনও চার্জ থাকে, সেগুলি সম্পর্কেও ভালো করে জেনে নিন। তাতেই কিছুটা টাকা বাঁচতে পারবেন।

ইন্টারেস্টের দিকে নজর না রাখা
লোন দেওয়ার সময় ঋণদাতা সংস্থার কর্মীরা ইন্টারেস্ট রেট নিয়ে এক এক রকম দাবি করেন। যদিও লোন অ্যাপ্রুভ হওয়ার পর সেই 'রেট' বদলে যায়। তাই লোন অ্যাপ্রুভ হওয়ার আগেই ভালো করে সংস্থার কর্মীর সঙ্গে কথা বলুন। তিনি যেন সঠিক লোন ইন্টারেস্টটা জানাতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। 


একাধিক জায়গা থেকে লোন নেওয়া
অনেকেই একাধিক জায়গা থেকে লোন নেন। আবার কেউ কেউ লোনের কিস্তি শোধ করতেও নিয়ে থাকেন লোন। আর এটাই বিপদ ডেকে আনে। এই সমস্যাকে বলা হয় লোন ট্র্যাপ। এই ফাঁদে একবার পা দিলে বেরিয়ে আসা সত্যিই খুব কঠিন। অধিকাংশ মানুষই এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ঋণে ডুবে যান।

Advertisement

লেট পেমেন্ট করা 
পার্সোনাল লোনের কিস্তি শোধ করার জন্য গ্রাহকের পছন্দ মতো একটা দিন ঠিক করে সংস্থাগুলি। আর সেই দিনেই কিস্তি মেটাতে হয়। 

তবে অনেকে এই বিষয়টাকে হালকাভাবে নেন। তারা ঠিক সময়ে ঋণের কিস্তি শোধ করেন না। বরং পেমেন্ট ডেট পেরিয়ে যাওয়ার পর কিস্তি দেন। আবার কেউ কেউ ইএমআই মিস করে যান। 

আর এটাই হল বিরাট বড় ভুল। এই কারণে ক্রেডিট স্কোর কমে যেতে পারে। যার ফলে পড়ে লোন পেতে হতে পারে সমস্যা। শুধু তাই নয়, ঋণদাতা সংস্থা আইনি ব্যবস্থাও নিতে পারে। 

তাই পার্সোনাল লোন নেওয়ার থাকলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন।


 

POST A COMMENT
Advertisement