New GST Structure: নতুন কর কাঠামোয় আসলে কাদের লাভ হবে? নিজেই জানালেন PM Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বললেন, 'এটি আসলে ভারতের দ্বিগুণ সাপোর্ট এবং বৃদ্ধির ডোজ’। একই সঙ্গে সমালোচনা করলেন ইউপিএ আমলের কর নীতির।

Advertisement
নতুন GST কাঠামোয় আসলে কাদের লাভ হবে? নিজেই জানালেন প্রধানমন্ত্রীনতুন জিএসটি নীতিতে কাদের লাভ সবচেয়ে বেশি?
হাইলাইটস
  • দ্রব্য ও পরিষেবা করের কাঠামো সম্পূর্ণ পাল্টে দিল কাউন্সিল।
  • অনেকেই একে ‘GST 2.0’ বলছেন।
  • তিনি বলেন, 'পনির থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, সবকিছুই এখন অনেক সস্তা হবে।'

দ্রব্য ও পরিষেবা করের কাঠামো সম্পূর্ণ পাল্টে দিল কাউন্সিল। অনেকেই একে ‘GST 2.0’ বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বললেন, 'এটি আসলে ভারতের দ্বিগুণ সাপোর্ট এবং বৃদ্ধির ডোজ’। একই সঙ্গে সমালোচনা করলেন ইউপিএ আমলের কর নীতির।

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, জিএসটি নিয়মে একাধিক বড় পরিবর্তন হতে চলেছে। কনজিউমার প্রোডাক্ট, ওষুধ, গাড়ির উপর কর কমানো হয়েছে। পাশাপাশি বিলাসদ্রব্য ও ‘সিন গুডস’ এর উপর বিশেষ কর কাঠামো যোগ করা হয়েছে।

নতুন কর কাঠামো
জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে ১২ শতাংশ ও ২৮ শতাংশ স্ল্যাব বাতিল হয়েছে। ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকে নতুন কাঠামো কার্যকর হবে। এবার থাকবে দু'টি স্ল্যাব, ৫ শতাংশ ও ১৮ শতাংশ। বিলাসদ্রব্য ও ক্ষতিকর দ্রব্যে থাকবে আলাদা করে ৪০ শতাংশ কর। তবে তামাকজাত দ্রব্য ও সিগারেটের ক্ষেত্রে ২৮ শতাংশ কর ও ক্ষতিপূরণ সেসই জারি থাকবে।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দিল্লিতে শিক্ষক দিবস সংক্রান্ত এক সম্মেলনে বলেন, 'এতে একদিকে সাধারণ মানুষের খরচ বাঁচবে, অন্যদিকে দেশের অর্থনীতির ভিত আরও মজবুত হবে।'

PM মোদীর দাবি, এই সংস্কারের ফলে দেশের প্রায় প্রতিটি অংশের মানুষই উপকৃত হবেন। দরিদ্র, কৃষক, মহিলা, মধ্যবিত্ত, ছাত্র যুবক, সবাই কর কমার সুবিধা পাবেন বলে দাবি প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, 'পনির থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, সবকিছুই এখন অনেক সস্তা হবে।' হিসাব অনুযায়ী, এই জিএসটি হ্রাসের পর মোট ১৭৫টি দৈনন্দিন ব্যবহারের জিনিসের দাম কমবে। দুধ, পনির, স্ন্যাক্স, রুটি পড়েছে করছাড়ের আওতায়। চশমার উপর কর হবে ৫ শতাংশ।

TAGS:
POST A COMMENT
Advertisement