PM Modi On Budget 2025 : 'মধ্যবিত্তের পকেট ভরাবে এই বাজেট', অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর

PM Modi Praises FM Sitharaman : ২০২৫ এর বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই বাজেটের ফলে মধ্যবিত্তের হাতে টাকা আসবে। তাদের পকেট ভরবে। এরকম বাজেট পেশের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।  

Advertisement
 'মধ্যবিত্তের পকেট ভরাবে এই বাজেট', অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর PM Narendra Modi
হাইলাইটস
  • ২০২৫ এর বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • তাঁর মতে, এই বাজেটের ফলে মধ্যবিত্তের হাতে টাকা আসবে

২০২৫ এর বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই বাজেটের ফলে মধ্যবিত্তের হাতে টাকা আসবে। তাদের পকেট ভরবে। এরকম বাজেট পেশের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রী বলেন, 'এই বাজেট ১৪০ কোটি মানুষের বাজেট। ভারতবাসীর আশা পূর্ণ করবে বাজেট। সাধারণ নাগরিক বিকশিত ভারতকে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ মানুষের সেভিংস বাড়বে। ইনভেস্টমেন্ট বাড়বে। নির্মলা সীতারমন ও তাঁর পুরো দলকে এই বাজেটের জন্য ধন্যবাদ।' 

প্রধানমন্ত্রী বলেন, সাধারণত বাজেটের সময় সরকার দেখা হয় অর্থভাণ্ডার কীভাবে ভরবে, তবে এবারের বাজেট সাধারণ মানুষের দিকে খেয়াল রেখে করা হয়েছে। তাঁর কথায়, 'দেশের নাগরিকের পকেট কীভাবে ভরবে, তাদের টাকা জমবে কীভাবে সেদিকে খেয়াল রাখা হয়েছে। এই বাজেটে সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।' 

কী কী ঘোষণার ফলে সাধারণ মানুষের হাত শক্ত হবে তারও বর্ণনা করেন নমো। তাঁর দাবি, নিউক্লিয়ার এনার্জিতে প্রাইভেট সেক্টেরগুলোকে  উৎসাহ দেওয়া হয়েছে। এতে দেশের উন্নতি হবে। বিনিয়োগ বাড়বে। তাঁর দাবি, বাজেটে রোজগারকে প্রাথমিকতা দেওয়া হয়েছে। পরিকাঠানো উন্নত হলে সবক্ষেত্রে উৎপাদন বাড়বে। নতুন নতুন শিল্প গড়ে উঠবে।  জাহাজ নির্মাণ শিল্পে জোর দেওয়া হয়েছে। এই শিল্প থেকে অনেক টাকা উপার্জন হয়।

শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, দেশের শীর্ষ ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে৷ পর্যটন কেন্দ্র রয়েছে সেই রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে 'চ্যালেঞ্জ মোডে' বিকশিত করা হবে ৷ এতে কর্মসংস্থান বাড়বে। একই সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। তাঁর কথায়, 'দেশে পর্যটন নিয়ে অনেক সম্ভাবনা আছে। অনেক হোটেল গড়ে উঠবে। সেই ক্ষেত্রগুলোকে পরিকাঠামোর মধ্যে আনলে অনেক মানুষ উপকৃত হবেন।'  

প্রধানমন্ত্রী আরও জানান, এক কোটি পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য নতুন মিশনের সূচনা করা হবে। ভারতীয় জ্ঞান পরম্পরার জন্য ন্য়াশনাল ডিজিটাল স্কিম আনা হয়েছে। তাতে ঐতিহ্য রক্ষা পাবে। 

Advertisement

কৃষিকে দেশের বিকাশের প্রথম ইঞ্জিন বলেছিলেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ' কৃষকদের জন্য গবেষণাকেন্দ্র হবে। এতে উৎপাদন বাড়বে। পিএম ধনধান্য প্পকল্পে ১০০ জেলায় হবে। চাষিদের ক্রেডিটা কার্ডের লিমিট ৫ লাখ টাকা করা হয়েছে। এতে তাদের আর্থিক ক্ষমতা বাড়বে।'  

১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড়ের ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রকের এই সিদ্ধান্তের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তিনি জানান, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে করমুক্ত করা হয়েছে। তার ফায়দা পাবে মধ্যবিত্ত। একইসঙ্গে যারা নতুন চাকরি পেয়েছে তাদের জন্য এই আয়কর কাঠামো খুব সাহায্য করবে। 

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শেষে ফের নির্মলা সীতারমনের প্রশংসা করেন। বলেন, 'এই বাজেট শুধু বর্তমান সময়কে নজর রেখে করা হয়নি, ভবিষ্যৎকেও দিশা দেখাবে। ঐতিহাসিক এই সাধারণ মানুষের বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও একবার ধন্যবাদ জানাই।' 
 

 

POST A COMMENT
Advertisement