অত্যন্ত সুরক্ষিত একটি বিনিয়োগের জায়গা হল PF বা প্রভিডেন্ট ফান্ড। এটি একজন মানুষকে সুরক্ষিত রাখে। অবসরের সময় পাশে থাকে। তবে আজকাল অনেকেই মনে করেন এটি তেমন একটা ভালো বিনিয়োগের রাস্তা নয়। তাই তারা PF ছেড়ে মিউচ্যুয়াল ফান্ডে করেন বিনিয়োগ। এমনকী অনেকে সরাসরি স্টক মার্কেটে টাকা লাগান। তাতেই বেশি লাভ মিলবে বলে মনে করেন তারা।
যদিও ইনফ্লুয়েন্সার শরণ হেগডে অবশ্য এই ধারণায় বিশ্বাসী নন। তার মতে, PF-এ টাকা রাখাটাই বুদ্ধিমানের কাজ। তাতে অনেক বেশি লাভ মিলবে।
আসলে হেগডে একজন জনপ্রিয় পার্সোনাল ইনফ্লুয়েন্সার। তিনি নানা পরামর্শ দিয়ে থাকেন। আর সেই তিনিই নতুন প্রফেশনালদের PF-এ টাকা রাখার পরামর্শ দিলেন। আর এই কথাটা তিনি এমনি এমনি বলেননি। বরং তার পিছনে কিছু যুক্তিও দিয়েছেন তিনি।
কেন ভালো PF? কোথায় পিছিয়ে Stock Market?
ধরে নেওয়া যাওয়া যাক, আপনি ১২০০০ টাকা PF-এ ইনভেস্ট করেন। আবার ১২০০০ হাজার টাকা দেন আপনার এম্পলয়ার। এখানে সুবিধা হল, ২৪০০০ হাজার একবারেই ট্যাক্স ফ্রি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করে ফেললেন।
ও দিকে আপনার বন্ধু ২০২৫৬ টাকা ৩০ পারসেন্ট ট্যাক্স দেওয়ার পর বিনিয়োগ করেন। তিনি আশা করেন ১২ শতাংশ হারে প্রতিবছর বার্ষিক রিটার্ন মিলবে। আর ৫ বছর পর দেখবেন PF-এ বিনিয়োগ করে আপনি পাবেন ১৭.৭৫ লক্ষ টাকা। আর সেই টাকা হবে ট্যাক্স ফ্রি। অপরদিকে ইক্যুয়েটিতে ইনভেস্ট করে বন্ধু পাবেন মাত্র ১৬.১৩ লক্ষ টাকা। তাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে।
হেগডে বলেন 'এমন খুব সম্পদ রয়েছে যা একবারে ঝুঁকি ছাড়াই রিটার্ন দেয়।' তাঁর মতে, PF-এর থেকে বেশি রিটার্ন পেতে চাইলে ইক্যুয়েটিকে ১৬ শতাংশ CAGR-এ ৫ বছরে রিটার্ন দিতে হবে।
তিনি স্পষ্ট করেছেন যে এই কৌশলটি সবচেয়ে ভাল কাজ করে যদি আপনি ৩০ শতাংশ ট্যাক্স ব্র্যাকেটে থাকেন। এছাড়া যাঁদের এখনই টাকার প্রয়োজন নেই, গ্যারেন্টেড ইনকাম চান, তাঁরাও এ ভাবে করতে পারেন বিনিয়োগ। তাই তাঁর পরামর্শ, 'PF-এ বেশি বিনিয়োগ করুন। হাতে রাখুন অল্প টাকা।'
তবে পরিশেষে বলি, আমরা কিন্তু কোথাও বিনিয়োগ করতে বলছি না। আপনার নিজের বুদ্ধি খাটিয়েই বিনিয়োগ করুন। পারলে কোনও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেই নিন সিদ্ধান্ত। তাহলেই আপনার কষ্টে উপার্জিত টাকা সুরক্ষিত থাকবে। সেই টাকা বাড়বে।