RBI Repo Rate Cut: দ্রুত কমবে আপনার EMI, রেপো রেট কতটা কমাল RBI?

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমানো হল রেপো রেট। এর ফলে রেপো রেট ৫.৫০ থেকে ৫.২৫ শতাংশে নেমে গেল। আরবিআই-এর গভর্নর  সঞ্জয় মালহোত্রা জানান, তৎকাল হিসাবেই রেপো রেট কমিয়ে দেওয়া হবে।

Advertisement
দ্রুত কমবে আপনার EMI, রেপো রেট কতটা কমাল RBI?রেপো রেট কাট
হাইলাইটস
  • রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
  • তাদের পক্ষ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমানো হল রেপো রেট
  • এর ফলে রেপো রেট ৫.৫০ থেকে ৫.২৫ শতাংশে নেমে গেল

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমানো হল রেপো রেট। এর ফলে রেপো রেট ৫.৫০ থেকে ৫.২৫ শতাংশে নেমে গেল। আরবিআই-এর গভর্নর  সঞ্জয় মালহোত্রা জানান, তৎকাল হিসাবেই রেপো রেট কমিয়ে দেওয়া হবে।

আর তাতেই খুশির হাওয়া চারিদিকে। এর ফলে কমে যাবে আপনার হোম লোন। পাশাপাশি ব্যাঙ্কও কম টাকায় লোন অফার করতে পারবে।

কী বলেন গভর্নর?

গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, 'গত মাসটা আমাদের জন্য খুবই খারাপ ছিল। কিন্তু আগামী কিছু মাস মুদ্রাস্ফীতি থেকে শুরু করে জিডিপি ভালো থাকবে। মুদ্রাস্ফীতি থাকতে পারে ২ শতাংশের আশপাশে। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি গ্রোথ ছিল ৮.২ শতাংশ। আশা করা হচ্ছে এই বছরের প্রথম অর্ধে জিডিপি গ্রোথ হতে পারে ৮ শতাংশের আশপাশে।'

কমবে ইএমআই

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রেপো রেট কমানোর ফলে লোনের ইএমআই সস্তা হতে পারে। আসলে রেপো রেট হল সেই সুদের হার, যার মাধ্যমে RBI লোন দেয় ব্যাঙ্কগুলিকে। আর সেই রেট কমায় ব্যাঙ্কগুলির উপর চাপ কমবে। যার ফলে তারাও সুদের হার কমাবে। আর এটা সরাসরি হোম লোনের উপর প্রভাব ফেলবে। এর ফলে কমে যাবে হোম লোনের ইএমআই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এরপর থেকে পার্সোনাল লোন বা যে কোনও ধরনের লোন নিতে গেলেই কম সুদ পাওয়া যাবে বলেই মনে করছেন তারা।

২০২৫ সালে এত বার কমেছে রেপো রেট

আরবিআই গভর্নর সঞ্জয় মহহোত্রা এর আগেও অনুমান করেছেন যে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতে পারে। আর তাঁর সময়কালে ঘটেছেও এমনটা। এর আগেও তিনবার রেপো রেট কমানো হয়েছে। ৩ বার বৈঠক করে ১ শতাংশ রেপো রেট কমানো হয়েছে।

এই বছরই ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল তারা। আবার এপ্রিলেও কমানো হয় ২৫ বেসিস পয়েন্ট। এখানেই শেষ নয়, জুন মাসে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। মুদ্রাস্ফীতি কমার ফলেই রেপো রেট কমানো হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর আগে অবশ্যই ২ বার রেপো রেট স্থিরও ছিল।

Advertisement

যদিও আজ তারা আবার রেপো রেট কমাল। তাতে আদতে সাধারণ মানুষের ইএমআই-এর বোঝা কমবে। হাতে টাকা বাঁচবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

POST A COMMENT
Advertisement