রিলায়েন্সের স্টকের দামে পতনসোমবার সকাল থেকে Reliance-এর শেয়ারে ধস। এটা সকালেই ৪ শতাংশ নেমেছে। আর তার প্রভাব যে সরাসরি শেয়ারবাজারে প্রভাবে পড়বে, সেই কথা তো বলাই বাহুল্য।
সকাল ১১টা ৪১ মিনিটে BSE সেনসেক্সে ৪.৩৯ শতাংশ কমেছে রিলায়েন্সের শেয়ারের দাম। তখন এটির দাম ছিল ১৫০৮.৯০ টাকায়। এমনকী এই স্টকটা এক সময় ১৪৯৬.৩০ টাকাতেও নেমে যায়। আর তখনই ভারী লস হয় একাংশের বিনিয়োগকারীদের।
যদিও আজ রিলায়েন্সের ট্রেডিং ভলিউম খুবই বেশি ছিল। যার ফলে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে এই স্টকে এখন প্রফিট বুকিং চলছে। রিলায়েন্সের শেয়ার ব্রডার মার্কেটে কারেকশনের মধ্যে দিয়ে গিয়েছে। আসলে সেনসেক্স এবং নিফটি আজ নীচের দিকে রয়েছে। আর সেই কারণেই অনেকে শেয়ার বেঁচে টাকা তুলে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, রিলায়েন্সের শেয়ারে কিছু দিন আগেই খুব ভাল মুভমেন্ট এসেছে। কয়েক মাসের হাইতে পৌঁছে গিয়েছিল এই শেয়ারের দাম। আর বর্তমানে বিশ্ব বাজারের অবস্থা খারাপ হওয়ায় আর ঝুঁকি নিতে চাইছে না বিনিয়োগকারীরা। তাঁরা মুনাফা ঘরে তুলে নিচ্ছেন বলেই মনে করা হচ্ছে।
রাশিয়ার তেল নিয়েও বিতর্ক রয়েছে
কিছু দিন আগেই মার্কেটে খবর বেরিয়েছিল যে রিলায়েন্সের জামনগর রিফাইনারিতে রাশিয়া থেকে ৩ ট্যাঙ্কার অপরিশোধিত তেল এসেছে। আর বিনিয়োগকারীরা ভেবেছিল এর ফলে হয়তো রিলায়েন্সের মার্জিন কিছুটা বৃদ্ধি পাবে।
যদিও পরে এই দাবি পুরো উড়িয়ে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটা সর্বৈব মিথ্যে একটা ঘটনা। রাশিয়া থেকে কোনও কার্গো জামনগরে আসেনি গত ৩ সপ্তাহে। এমনকী জানুয়ারিতেও কোনও তেল আসবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সব কারণেই অনেক ক্ষেত্রে রিলায়েন্সের শেয়ারের দাম কিছুটা কমেছে।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।