Reliance-এর শেয়ারের দামে ধস, এখন কী করা উচিত? জানাচ্ছেন বিশেষজ্ঞরা

দেশের সবথেকে বড় সংস্থা হল Reliance Industries Limited। এই সংস্থার মালিক দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। আর এই সংস্থারই নাকি অবস্থা খারাপ! তলিয়ে যাচ্ছে শেয়ারের দাম। ৪ শতাংশের মতো পড়েছে এই সংস্থার শেয়ার। যার ফলে বিনিয়োগকারীদের বড় ক্ষতি হয়েছে। খোয়া গিয়েছে ৬৮০০০ কোটি টাকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
Reliance-এর শেয়ারের দামে ধস, এখন কী করা উচিত? জানাচ্ছেন বিশেষজ্ঞরারিলায়েন্স ইন্ড্রাস্ট্রির শেয়ার
হাইলাইটস
  • দেশের সবথেকে বড় সংস্থা হল Reliance Industries Limited
  •  ৪ শতাংশের মতো পড়েছে এই সংস্থার শেয়ার
  • খোয়া গিয়েছে ৬৮০০০ কোটি টাকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা

দেশের সবথেকে বড় সংস্থা হল Reliance Industries Limited। এই সংস্থার মালিক দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। আর এই সংস্থারই নাকি অবস্থা খারাপ! তলিয়ে যাচ্ছে শেয়ারের দাম। ৪ শতাংশের মতো পড়েছে এই সংস্থার শেয়ার। যার ফলে বিনিয়োগকারীদের বড় ক্ষতি হয়েছে। খোয়া গিয়েছে ৬৮০০০ কোটি টাকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১৪০৬ টাকায় নেমে গিয়েছে শেয়ারের দাম
শুক্রবার রিলায়েন্সের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল সামনে এসেছে। আর সেই ঘোষণার পর আজ স্টক মার্কেট খুলতেই পড়ে যায় সংস্থার শেয়ারের দাম। 

শুক্রবার রিলায়েন্স শেষ করেছিল ১৪৬১ টাকায়। আর সেই শেয়ারের দামই আজ সকালে কিছুটা পড়ে ১৪৫০.৬০ টাকাতে নেমে যায়। তারপর এটির দাম আরও পড়ে। এটি নেমে যায় ১৪০৬.৩০ টাকায়। অর্থাৎ কমে যায় ৪.২০ শতাংশ।  

রিলায়েন্সের শেয়ারে ভারী ক্ষতি
রিলায়েন্সের শেয়ারের দাম অনেকটাই কমে গিয়েছে। আর সেই কারণে ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। এমনকী মার্কেটেও এর প্রভাব দেখা গিয়েছে।

আসলে শেয়ারের দাম পড়ার ফলে সংস্থার মার্কেট ক্যাপও কিছুটা নেমে গিয়েছে। এখন এটির মার্কেট ক্যাপ রয়েছে ১৯০৪৯৯৬ টাকায়। আর গত সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনে এর ম্যার্কেট ক্যাপ ছিল ১৯৭২৪৯৩.২১ কোটি টাকা। অর্থাৎ সহজ ভাষায় বললে ৬৮০০০ কোটি টাকা খোয়া গিয়েছে রিলায়েন্সে বিনিয়োগকারীদের।

গত বছর দারুণ রিটার্ন দিয়েছে
রিলায়েন্স প্রতি বছরই মোটামুটি ভাল রিটার্ন দেয়। আর সেই ধারা গত বছরও বজায় ছিল। ৫২ সপ্তাহের হাইতে পৌঁছে গিয়েছিল এই শেয়ারের দাম। এটি পৌঁছেছিল ১৬১১.৮০ টাকায়। গত বছর এটি রিটার্ন দিয়েছে ১৫ শতাংশ। এমনকী গত মাসেও এই স্টকের মোমেন্টাম ছিল ভাল। কিন্তু তারপর হঠাৎ করে পড়তে শুরু করেছে স্টকের দাম। 

এখন কী করবেন? 
রিলায়েন্সের স্টকের দাম দ্রুত পড়ছে। তবে এই পরিস্থিতিতেও বাই রেটিং দিয়ে রেখেছে ব্রোকাজের ফার্ম। PL Capital এই স্টকের টার্গেট প্রাইস দিয়েছে ১৬৮৩ টাকা। এই ব্রোকারেজ ফার্ম জানাচ্ছে, এই স্টকের এনার্জি প্রোজেক্ট খুব ভাল এগচ্ছে। এছাড়া জিও অ্যাপও আসতে চলেছে। তাই এখন কেনা জেতে পারে এই স্টক। সংস্থার অলনা নাভুমাও এই স্টক কিনতে বলেছেন। তাঁর মতে স্টকের দাম পৌঁছে যেতে পারে ১৮০৮ টাকায়। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।


 

 

POST A COMMENT
Advertisement