Vladimir Putin Net Worth: ৭০০ গাড়ি, নিজের ট্রেন থেকে প্রাইভেট জেট; কতটা ধনী রাষ্ট্রপতি পুতিন?

আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি দুই দিনের জন্য দেশে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকে প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্য চুক্তি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার রয়েছে সম্ভাবনা। পাশাপাশি এই সফরে পুতিন ইন্দো-রাশিয়া বিজনেস ফোরামের সামনেও নিজের বক্তব্য রাখবেন। তাই পুতিনের এই ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বই। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে আগ্রহও বেড়েছে। অনেকেই জানতে চাইছেন পুতিনের নেট ওয়ার্থ (Vladimir Putin Net Worth) ঠিক কত? সেই উত্তরটাই খোঁজার চেষ্টা হল।

Advertisement
৭০০ গাড়ি, নিজের ট্রেন থেকে প্রাইভেট জেট; কতটা ধনী রাষ্ট্রপতি পুতিন?ভ্লাদিমির পুতিন
হাইলাইটস
  • আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
  • তিনি দুই দিনের জন্য দেশে আসছেন
  • এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন

আজ ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি দুই দিনের জন্য দেশে আসছেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠক করবেন। আর এই বৈঠকে প্রতিরক্ষা চুক্তি, বাণিজ্য চুক্তি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার রয়েছে সম্ভাবনা। পাশাপাশি এই সফরে পুতিন ইন্দো-রাশিয়া বিজনেস ফোরামের সামনেও নিজের বক্তব্য রাখবেন। তাই পুতিনের এই ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বই। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে আগ্রহও বেড়েছে। অনেকেই জানতে চাইছেন পুতিনের নেট ওয়ার্থ (Vladimir Putin Net Worth) ঠিক কত? সেই উত্তরটাই খোঁজার চেষ্টা হল।

আসলে পুতিনের সম্পত্তি সম্পর্কে বেশি তথ্য কারও কাছেই নেই। তবে এটুকু জানা যায়, পৃথিবীর ধনীদের তালিকায় অনায়াসে জায়গা করে নিতে পারেন তিনি। বিশেষজ্ঞরা মনে করেন, পুতিনের নেটওয়ার্থ ২০০ বিলিয়ন ডলার। আর সেই কারণেই তিনি অনায়াসে বিলিয়নিয়ারদের তালিকায় জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখেন।

পুতিন প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার সর্বোচ্চ নেতা হিসাবে কাজ করে যাচ্ছেন। আর তাঁর নেট ওয়ার্থ সম্পর্কে একটা আভাস দিয়ে রেখেছে ফোর্বস এবং ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। পাশাপাশি আরও একাধিক সংস্থা এই বিষয়টা নিয়ে কথা বলে আসছে। এই যেমন ফক্স বিজনেস রিপোর্ট গত বছর জানায় যে ভ্লাদিমির পুতিনের নেট ওয়ার্থ মোটামুটি ২০০ বিলিয়ন ডলারের আশপাশে। তবে শুধু ফক্স বিজনেস নয়, আমেরিকান-ব্রিটিশ ফিনান্সার বিল বরোডারও মনে করেন পুতিনের মূল সম্পত্তির পরিমাণ এর কাছাকাছিই।

পুতিনের বাড়িও প্রাসাদের সমান

প্রেসিডেন্ট পুতিনের জীবনযাত্রায় লাক্সারির কোনও কমতি নেই। এই যেমন তাঁর বাড়ির কথাই ধরুন। এটাকে বাড়ি বললে ভুল হবে। বরং এটি হল একটি প্রাসাদ। একাধিক প্রতিবেদন সূত্রে জানা যায়, পুতিনের প্রাসাদের দৈর্ঘ প্রায় ৮০০ স্কোয়ারফিট। এটি সেন্ট পিটসবার্গে অবস্থিত। তবে এখানেই শেষ নয়, তার আরও একটি প্রাসাদ রয়েছে ব্ল্যাক সি-এর কাছে। সেটি মোটামুটি ১৯০০০০ স্কোয়ার ফিটের। আর এটির দাম প্রায় ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১২৬২৭ কোটি টাকা বলে দাবি করা হয়েছে একাধিক সূত্রে। এই প্রাসাদে চার্চ থেকে শুরু করে ক্যাসিনি, সবই রয়েছে।

Advertisement

রয়েছে একাধিক দামি জিনিস

পুতিনের রয়েছে একটা বিরাট বড় ইয়ট। যার দাম মোটামুটি ১০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় মোটামুটি ৯০১ কোটি। এটি ২৭০ ফুট লম্বা। এখানে জিম, স্পা, লাইব্রেরি এবং ড্যান্স ফ্লোর রয়েছে।

এছাড়াও পুতিনের ১৯টি বাড়ি, ৭০০টি গাড়ি এবং ৫৮টি প্লেন রয়েছে। তাঁর একটি প্লেনের নাম দ্যা ফ্লাইয় ক্রেমলিন। এটার দাম ৭১৬ মিলিয়ন ডলার। এছাড়া তাঁর নিজস্ব একটি লাক্সারি ট্রেনও রয়েছে। এটির দাম ৭৪ মিলিয়ন। আর পুতিনের আয় বছরে মোটামুটি ১৪০০০০ ডলার।

 

 

POST A COMMENT
Advertisement