৪৪৪ দিনের মেয়াদের Fixed Deposit, এই স্কিমে বাম্পার সুদ দিচ্ছে SBI

মেয়াদ ৪৪৪ দিন বা প্রায় দেড় বছরের। দেড় বছর পর্যন্ত নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগের জন্য এটা দারুণ বিকল্প। এসবিআইয়ের শাখায় গিয়ে অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করতে পারেন। এছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিং এবং YONO অ্যাপেও এফডি করতে পারেন গ্রাহকরা।

Advertisement
৪৪৪ দিনের মেয়াদের Fixed Deposit, এই স্কিমে বাম্পার সুদ দিচ্ছে SBISBI ফিক্সড ডিপোজিট সুদের হার
হাইলাইটস
  • এসবিআইয়ে ফিক্সড ডিপোজিট স্কিম।
  • ৪৪৪ দিনের মেয়াদে দারুণ সুদ।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের সব শহরেই এই ব্যাঙ্কের শাখা। কোটি কোটি ভারতীয় ঝুঁকিহীন সঞ্চয়ের জন্য এসবিআইয়ের উপরেই ভরসা করেন। এসবিআইতে এফডি করেন বহু মানুষ। ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানত বা ফিক্স়ড ডিপোজিট করা যেতে পারে। সুদের হার মেয়াদ অনুযায়ী বদলে যায়। এর মধ্যে জনপ্রিয় এফডি স্কিম 'অমৃত বৃষ্টি'।
 
SBIএর জনপ্রিয় FD স্কিম 'অমৃত বৃষ্টি' ৪৪৪ দিনের। এই মেয়াদে এসবিআইতে এফডি করলে সর্বোচ্চ বার্ষিক সুদের হার ৬.৬০%। এই হার আর পাঁচটা এফডি স্কিমের চেয়ে বেশি। দু'বছরের কম সময়ে মোটা রিটার্ন দেয়। এসবিআইয়ের বিশেষ আমানত প্রকল্প চালু হয়েছে চলতি বছর ১৫ জুন থেকে। ৬.৬০% বার্ষিক সুদের হার। আগে সাধারণ গ্রাহকরা এই স্কিমে সুদ পেতেন বছরে ৬.৮৫%।

এই স্কিমটি সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আরও বেশি লাভজনক। স্বাভাবিক হারের চেয়ে অতিরিক্ত সুদ পান তাঁরা। অমৃত বৃষ্টি স্কিমের আওতায় ৪৪৪ দিনের এফডিতে প্রবীণ নাগরিকরা ৭.১০% বার্ষিক সুদ পান। আর অতি প্রবীণ নাগরিকরা পান বছরে ৭.২০%। 

'অমৃত বৃষ্টি' একটি বিশেষ এফডি প্ল্যান। যার মেয়াদ ৪৪৪ দিন বা প্রায় দেড় বছরের। দেড় বছর পর্যন্ত নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগের জন্য এটা দারুণ বিকল্প। এসবিআইয়ের শাখায় গিয়ে অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করতে পারেন। এছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিং এবং YONO অ্যাপেও এফডি করতে পারেন গ্রাহকরা। এসবিআইয়ে সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এছাড়া KYC নথি আপডেট থাকতে হবে। 

SBI FD সুদের হার

৪৬ দিন থেকে ১৭৯ দিনের স্কিমে সাধারণ গ্রাহকরা পাচ্ছেন ৪.৯০% সুদ। সিনিয়র সিটিজেনদের সুদের হার ৫.৪০%। ২ থেকে ৩ বছরের মেয়াদে ৬.৪৫% সুদের হার। ৫ থেকে ১০ বছরের এফডিতে সুদ ৬.০৫%। সিনিয়র সিটিজেন নাগরিকদের জন্য ৭.০৫%। এছাড়া এসবিআই উইকেয়ার ডিপোজিট স্কিমটি বিশেষভাবে সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমটি ৫ থেকে ১০ বছরের মেয়াদের। এই এফডিতে ৭ শতাংশের বেশি সুদ। 
 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement