SBI Poll Bonds: জানুয়ারিতে SBI-র ৩০৮ কোটির নির্বাচনী বন্ড সবচেয়ে বেশি বিকিয়েছে কলকাতায়: RTI

এসবিআই-র  ২৯টি স্বীকৃত শাখার মাধ্যমে নির্বাচনী বন্ড বিক্রি করা হয়। এর মধ্যে ১৯ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ৮টি শাখায় বিক্রি হয়েছে নির্বাচনী বন্ড। সবমিলিয়ে ৪৩৭টি বন্ড বিক্রি হয়েছে।

Advertisement
জানুয়ারিতে SBI-র ৩০৮ কোটির নির্বাচনী বন্ড সবচেয়ে বেশি বিকিয়েছে কলকাতায় এসবিআই নির্বাচনী বন্ড।
হাইলাইটস
  • এসবিআই-র শাখায় সবমিলিয়ে ৪৩৭টি বন্ড বিক্রি হয়েছে।
  • ৩০ শতাংশ বিক্রি হয়েছে কলকাতার শাখায়।

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারিতে ৩০৮.৭৬ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড বিক্রি করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তার ৩০ শতাংশ বিক্রি হয়েছে কলকাতার শাখায়। তথ্যের অধিকার আইনে এমন 'তথ্য' মিলেছে বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম।     

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসবিআই-র  ২৯টি স্বীকৃত শাখার মাধ্যমে নির্বাচনী বন্ড বিক্রি করা হয়। এর মধ্যে ১৯ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ৮টি শাখায় বিক্রি হয়েছে নির্বাচনী বন্ড। সবমিলিয়ে ৪৩৭টি বন্ড বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে ১ কোটি টাকা করে ৩০০টি বন্ড। কলকাতার শাখায় সর্বাধিক বিক্রি হয়েছে। যার পরিমাণ ৯৮.৫০ কোটি টাকা। ২০১৮ সালে নির্বাচনী বন্ড চালু হওয়ার পর মুম্বই শাখায় বেশি বিক্রি হত। সেই মুম্বই এবার দ্বিতীয় স্থানে। বিক্রি হয়েছে ৬০.২০ কোটি টাকা। তবে এবার বিক্রিত বন্ডের পরিমাণ গুজরাত বিধানসভার তুলনায় কম। গতবছর নভেম্বরে বিক্রি হয়েছিল ৬৭৬.২ কোটি টাকার নির্বাচনী বন্ড।  

জানুয়ারিতে বিক্রিত বন্ড

মোট বিক্রি ৩০৮.৭৬ কোটি টাকা।
কলকাতা- ৯৮.৫০ কোটি 
মুম্বই- ৬০.২০ কোটি 
হায়দরাবাদ- ৫৩.১৫ কোটি
চেন্নাই- ৪৮ কোটি
নয়াদিল্লি ৩০.৪১ কোটি

বন্ড ভাঙানো হয়েছে- 

নয়াদিল্লি- ১৯৩.৭১ কোটি
কলকাতা- ৮০.৫০ কোটি
হায়দরাবাদ- ২১.০৫ কোটি
ভুবনেশ্বর- ৭ কোটি
গ্যাংটক- ৫.৫০ কোটি

৪২৯টি নির্বাচনী বন্ড ভাঙানো হয়েছে এসবিআই-র ৬টি শাখায়। নয়াদিল্লির শাখায় ১৯১.৭১ কোটি টাকার নির্বাচনী বন্ড ভাঙা হয়েছে। ৮০.৫০ কোটি টাকার বন্ড ভাঙানো হয়েছে কলকাতার শাখায়।   

এখনও পর্যন্ত ১২,০০৮.৯ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। এর মধ্যে মুম্বইয়ে ৩,২২৫.৭৭ কোটি টাকার। সর্বাধিক নির্বাচনী বন্ড ভাঙা হয়েছে নয়াদিল্লিতে। ১১,৯৮৪.৯১ কোটি টাকার বন্ড ভাঙানো হয়েছে। এর মধ্যে খালি নয়াদিল্লিতেই নগদ করা হয়েছে ৭৭৯৭.০৪ কোটি টাকা। 
 

আরও পড়ুন- BJP-র মুখে বারবার বাম-কংগ্রেস, ত্রিপুরায় TMC কতটা ফ্যাক্টর?

 

Advertisement

POST A COMMENT
Advertisement