Stock Market Rally: শেয়ারবাজারে টানা ৩ দিন রকেট উত্থান, আগামী সপ্তাহেও এই ট্রেন্ডই চলবে?

আজ মার্কেট যখন শেষ হয়, তখন Sensex বেড়েছে প্রায় ৪৮৪.৫৩ পয়েন্ট। এ দিন সূচক বৃদ্ধি পেয়েছে ০.৫৮ শতাংশ। যার ফলে সেনসেক্স এখন রয়েছে ৮৩,৯৫৩.১৯ পয়েন্টে দাঁড়িয়ে। আর এই নিয়ে পরপর ৩ দিন উঠল সেনসেক্স। এই সময় লাফ দিয়েছে ১৯২২ পয়েন্ট। 

Advertisement
শেয়ারবাজারে টানা ৩ দিন রকেট উত্থান, আগামী সপ্তাহেও এই ট্রেন্ডই চলবে?শেয়ারবাজারে টানা ৩ দিন রকেট উত্থান
হাইলাইটস
  • Sensex বেড়েছে প্রায় ৪৮৪.৫৩ পয়েন্ট
  • এ দিন সূচক বৃদ্ধি পেয়েছে ০.৫৮ শতাংশ
  • সেনসেক্স এখন রয়েছে ৮৩,৯৫৩.১৯ পয়েন্টে

'বিয়ার মার্কেটের' ভয় এখন অতীত। বরং বর্তমানে মার্কেট দখল করেছে বুল। যার সৌজন্যে দীপাবলির আগে পরপর ৩ দিন ঊর্ধ্বমুখী শেয়ারবাজার। আর এমন উপরের দিকে দৌড়ের পিছনে ভারতীয় সংস্থাদের ভালো আয়, বিদেশি বিনিয়োগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

কী চলছে স্টক মার্কেটে?
আজ মার্কেট যখন শেষ হয়, তখন Sensex বেড়েছে প্রায় ৪৮৪.৫৩ পয়েন্ট। এ দিন সূচক বৃদ্ধি পেয়েছে ০.৫৮ শতাংশ। যার ফলে সেনসেক্স এখন রয়েছে ৮৩,৯৫৩.১৯ পয়েন্টে দাঁড়িয়ে। আর এই নিয়ে পরপর ৩ দিন উঠল সেনসেক্স। এই সময় লাফ দিয়েছে ১৯২২ পয়েন্ট। 

ও দিকে আপ ট্রেন্ডে রয়েছে Nifty-ও। এ দিন নিফটি ৫০ বাড়ে ১২৪.৫৫ পয়েন্ট। এটা ০.৪৯ শতাংশ বৃদ্ধির সমান। এর ফলে সূচক গিয়ে দাঁড়ায় ২৫,৭০৯.৮৩-তে। 

বাজারের এই অগ্রগতি সম্পর্কে LKP Securities-এর সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট রূপক দে জানান, প্রায় ৪ মাসের কনসলিডেশন রেঞ্জ ভেঙে বেরিয়েছে মার্কেট।

তিনি বলেন, 'লার্জ ক্যাপ স্টকগুলি সবথেকে ভালো পারফর্ম করছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড এখন অনেকটা পিছিয়ে রয়েছে। আসলে যে কোনও ক্লাসিক বুল রানে প্রথমে লার্জ ক্যাপ স্টকগুলি বাড়তে শুরু করে। তার পর মিড ক্যাপ এবং স্মল ক্যাপগুলির দর বাড়ে। টেকনিক্যালি দেখতে গেলে এখান থেকে নিফটি উপরের দিকেই যাবে।'

কেন উঠল সেনসেক্স? 
এই আপট্রেন্ডের পিছনে মূলত ৬টি স্টক রয়েছে। আর সেগুলি হল- ICICI Bank, Reliance Industries, Bharti Airtel, HDFC Bank, M&M এবং ITC। ও দিকে Maruti Suzuki এবং SBI ৫২ সপ্তাহের হাইতে ট্রেড করছে। 

কতগুলি স্টক ট্রেন্ড করছে উপরের দিকে? 
৪৩২৬টি স্টক অ্যাক্টিভলি ট্রেন্ড করছিল সেনসেক্সে। সেখানে ১৭৪৩টি স্টকের দাম বাড়ে। অপরদিকে ২৪১৩টির দাম পড়েছে। অপরদিকে ১৭০টি ছিল ফ্ল্যাট। 

আগামি সপ্তাহে কী হবে? 
Geojit Investments-বিনোদ নায়ার বলেন, 'মার্কেটে আপওয়ার্ড মোমেন্টাম রয়েছে। মার্কেট নতুন করে ৫২ সপ্তাহ হাই তৈরি করেছে। আর এমনটা হয়েছে কিছু স্টকের জন্য। তাই আশা করা যায় ভালো ভলিউম গ্রোথ দেখা মিলবে।'

Advertisement

তাই এটা আশা করা যায় যে মার্কেটে উপরের দিকে মুভ থাকবে। তবে আমাদের কথা শুনে আবার বিনিয়োগ করবেন না। নিজের বুদ্ধি কাজে লাগান। বিশেষজ্ঞের পরামর্শ নিন। তার পরই না হয় বিনিয়োগ করবেন। 

 

POST A COMMENT
Advertisement