কোন কোন স্টকের হাল খারাপ?আবার শেয়ারমার্কেটে বড়সড় ধস। সপ্তাহের প্রথমেই একবারে হোঁচট খেল Nifty এবং Sensex। এ দিন সেনসেক্সের বেশ কিছু স্টক খুলতেই ধড়াম করে পড়েছে। যার ফলে সূচক নেমে যায় ২৪০ পয়েন্ট। শুধু তাই নয়, নিফটি ৫০-ও এ দিন খারাপ শুরু করেছে।
এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০-এর মধ্যে ২৫টি লার্জ ক্যাপ স্টকই রেড জোনে রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল Axis Bank, Maruti, Bajaj Finance, Eternal, Adani Ports, HDFC Bank ইত্যাদি।
কোথায় রয়েছে নিফটি এবং সেনসেক্স?
গত সপ্তাহে শুক্রবার ৮৩,৯৩৮.৭১-এ শেষ করেছিল নিফটি। আর আজ দিনের শুরুতেই প্রিভিয়াস ডে ক্লোজের থেকে নেমে গিয়ে ৮৩,৮৩৫.১০-তে খোলে সূচক। এখানেই শেষ নয়, ধীরে ধীরে আরও তলিয়ে যেতে থাকে সেনসেক্স। শেষ পাওয়া খবর অনুযায়ী এটি ২৪০ পয়েন্ট নেমে গিয়েছে। এখন শেয়ার রয়েছে ৮৩৬৭৭ পয়েন্টে।
ও দিকে নিফটির অবস্থাও শোচনীয়। এটা আগের দিনের ক্লোজ ২৫,৭২২.১০-এর থেকে নেমে গিয়ে ২৫,৬৯৬.৮৫-এ শুরু করে। তারপর আরও কিছুটা পড়ে ২৬৬৫৯-এর আশপাশে ট্রেড করছে।
১০৭৭ শেয়ার রয়েছে রেড জোনে
সারা বিশ্বের মার্কেটেই আজ Negative হাওয়া ছিল। যার ফলে GIFT NIFTY যে খারাপ শুরু করবে, এমনটা আগে থেকেই মাথায় রেখেছিলেন বিশেষজ্ঞরা। আর হলও তাই।
এখানে ১৪৫৭ গ্রিন জোনে শুরু করে। আর খারাপ শুরু করে ১০৭৭ রেড জোন। আর ২৪৩টা স্টকের দামে কোনও বদল আসেনি।
১০টি বড় স্টকের হাল খারাপ
এ দিন খুব খারাপ শুরু করেছে ১০টি স্টকের অবস্থা খুব খারাপ। এক্ষেত্রে Maruti-এর শেয়ার (২.৩৭ %), BEL (২.১৬ %), Titan (১.৬০%) পড়েছে।
এছাড়া Patanjali Share (৩.১৫%), Whirlpool Share (২.৮২%), NIACL (২.৬০%), and Ola Electric Share (১.৮০%). শুধু তাই নয়, স্মল ক্যাপ স্টকের মধ্যে Lancer Share (৯.৯৯%), FCL (১১%) এবং NOCIL Share (৫.৩০%)।
এটা কি ডাউন ট্রেন্ড শুরু?
না, একবারেই এমনটা এখনই বলতে নারাজ বিশেষজ্ঞরা। তারা আরও কিছুটা সময় দেখতে চাইছেন। তারপরই এই বিষয়টা নিয়ে কোনও মতামত দেবেন।
তবে এমন পরিস্থিতিতে সামলে চলতে হবে। চেষ্টা করতে হবে সামলে চলার। আর অবশ্যই এই নিবন্ধ পড়ে কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। বরং বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং নিজে রিসার্চ করুন।