Share Market Crash India: ভারতের শেয়ারবাজারে বিরাট ধস, কোন কোন স্টকের অবস্থা খারাপ?

প্রায় গোটা বিশ্বের শেয়ারবাজারে ক্র্যাশ। জাপানের Nikkei থেকে শুরু করে হংকং-এর Hang Seng, দক্ষিণ কোরিয়ার Kospi ইন্ডেক্সে দ্রুত গতিতে পতন এসেছে। আর সপ্তাহের প্রথম দিনই বিশ্ব বাজারের এমন ক্র্যাশের প্রভাব এসে পড়েছে ভারতের শেয়ারবাজারেও। এখানে সেনসেক্স এবং নিফটি দুইই শুরু করেছে রেড জোনে। BSE লার্জ ক্যাপে ৩০টি শেয়ারের মধ্যে ২৮টি নীচের দিকে রয়েছে।

Advertisement
ভারতের শেয়ারবাজারে বিরাট ধস, কোন কোন স্টকের অবস্থা খারাপ?শেয়ার মার্কেট ক্র্যাশ
হাইলাইটস
  • প্রায় গোটা বিশ্বের শেয়ারবাজারে ক্র্যাশ
  • জাপানের Nikkei থেকে শুরু করে হংকং-এর Hang Seng, দক্ষিণ কোরিয়ার Kospi ইন্ডেক্সে দ্রুত গতিতে পতন এসেছে
  • সেনসেক্স এবং নিফটি দুইই শুরু করেছে রেড জোনে

প্রায় গোটা বিশ্বের শেয়ারবাজারে ক্র্যাশ। জাপানের Nikkei থেকে শুরু করে হংকং-এর Hang Seng, দক্ষিণ কোরিয়ার Kospi ইন্ডেক্সে দ্রুত গতিতে পতন এসেছে। আর সপ্তাহের প্রথম দিনই বিশ্ব বাজারের এমন ক্র্যাশের প্রভাব এসে পড়েছে ভারতের শেয়ারবাজারেও। এখানে সেনসেক্স এবং নিফটি দুইই শুরু করেছে রেড জোনে। BSE লার্জ ক্যাপে ৩০টি শেয়ারের মধ্যে ২৮টি নীচের দিকে রয়েছে।

খারাপ শুরু করেছে নিফটি এবং সেনসেক্স

শুক্রবার ৮৫,২৬৭-এ শেষ করেছিল সেনসেক্স। আর দিনের শুরুতেই ধড়াম। এই সূচক শুরুই করে কিছুটা নেমে ৮৪,৮৯১.৭১ পয়েন্টে। একই দশা ছিল নিফটিরও। এটি আগের সপ্তাহে ২৬,০৪৬.৯৫-এ ক্লোজিং দেয়। আর আজ এটি শুরু করে ২৫,৯৩০.০৫-এ।

একটা সময় সেনসেক্স ৩৯০ পয়েন্ট এবং নিফটি ১৪৫ পয়েন্ট নীচে চলে যায়। যার ফলে ভারী লোকসান হয় বিনিয়োগকারীদের।

আমেরিকার মার্কেটও পড়েছে

শুধু এশিয়ার মার্কেট নয়, আমেরিকার মার্কেটেও আজ ক্র্যাশ এসেছে। Dow Future কমেছে ১১৫ পয়েন্টে। Dow Jones Industrial Average পড়েছে ২৪৫ পয়েন্ট। এছাড়া S&P 500 ইন্ডেক্স ১.০৬ শতাংশ পড়ে গিয়েছে। এটি শেষ করেছে ৬,৮৪৮.৮৯ পয়েন্ট।

ভারতের মার্কেটের অবস্থা খারাপ

এ দিন শুরু থেকেই খারাপ পারফর্ম করেছে এশিয়ার মার্কেট। জাপানের Nikkei Index পড়েছে ১.৫০ শতাংশ বা ৭৪৫ পয়েন্ট। এটি ৫০,০৯২.১০ পয়েন্টে ট্রেড করছে। ও দিকে হংকং-এর Hang Seng পড়েছে ২৩৫ পয়েন্ট। এটি ২৫,৭৪১ পয়েন্টে ট্রেড করছে।

কোন কোন স্টক রেড জোনে রয়েছে? 

শেয়ারবাজার এতটা পড়েছে। আর তার প্রতিফলন রয়েছে ভারতের একাধিক স্টকেও। এক্ষেত্রে কিছু স্টক খুব খারাপভাবে পড়েছে। এদের মধ্যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (১.৬০ শতাংশ), ভারতী এয়ারটেল (১.১০ শতাংশ), ট্রেন্ট শেয়ার (১.০৫ শতাংশ) পড়েছে লার্জক্যাপ ক্যাটাগোরিতে।

মিড ক্যাপ ক্যাটাগরিতে এন্ডুরেন্সের শেয়ার (২.৩৫ শতাংশ), NIACL শেয়ার (২.৪০ শতাংশ) এবং Aegisvopak শেয়ার (২ শতাংশ) পড়েছে। এছাড়া এসএইচকে শেয়ার (৭ শতাংশ), ভিএলএস ফিনান্সের শেয়ার (৪.৮০ শতাংশ) এবং রামা স্টিল শেয়ার (৪.৭০ শতাংশ) পর্যন্ত পড়েছে স্মল ক্যাপ ক্যাটাগোরিতে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement