Share Market Crash Today: শেয়ারবাজারে বিরাট পতন, ১০ লক্ষ কোটি টাকার বেশি ডুবে গেল, কোন কোন স্টকে লালবাতি?

বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ৩০টি শেয়ারের মধ্যে শুধু HDFC ব্যাঙ্ক বাদে বাকি ২৯টি শেয়ারই লালবাতি জ্বলেছে আজ। সবচেয়ে বেশি ধস নেমেছে Zomato (Eternal) শেয়ারে, ৪ শতাংশের বেশি পড়েছে। এছাড়াও বাজাজ ফাইন্যান্স, সান ফার্মা, ইন্ডিগো, রিলায়েন্স এবং টিসিএস-এর মতো বড় শেয়ারেও চাপ দেখা গিয়েছে।

Advertisement
শেয়ারবাজারে বিরাট পতন, ১০ লক্ষ কোটি টাকার বেশি ডুবে গেল, কোন কোন স্টকে লালবাতি?শেয়ারবাজারে বড় ধস
হাইলাইটস
  • প্রায় সব বড় শেয়ারেই পতন
  • বাজার মূলধনে বড় ধাক্কা
  • কেন পড়ল বাজার?

ভারতের শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্যাহত! প্রায় প্রতিদিন কোটি কোটি টাকা ডুবছে লগ্নিকারীদের। আজ অর্থাত্‍ মঙ্গলবার বিরাট পতন হল। এই নিয়ে টানা দ্বিতীয় দিন বড় ধস নামল স্টক মার্কেটে। সেনসেক্স ১,০৬৫ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে ৮২,১৮০.৪৭-এ। নিফটি কমেছে ৩৫৩ পয়েন্ট, বন্ধ হয়েছে ২৫,২৩২.৫০-এ। অবস্থা এতটাই খারাপ যে, সেনসেক্স এক সময় ১,২০০ পয়েন্টের বেশি এবং নিফটি ৪০০ পয়েন্টের বেশি পড়ে যায়। নিফটি সূচকও ৪৮৭ পয়েন্ট কমেছে। এই তীব্র পতনের জেরে একদিনেই বিনিয়োগকারীদের ১০.১২ লক্ষ কোটি টাকা ডুবে গেল।

প্রায় সব বড় শেয়ারেই পতন

বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ৩০টি শেয়ারের মধ্যে শুধু HDFC ব্যাঙ্ক বাদে বাকি ২৯টি শেয়ারই লালবাতি জ্বলেছে আজ। সবচেয়ে বেশি ধস নেমেছে Zomato (Eternal) শেয়ারে, ৪ শতাংশের বেশি পড়েছে। এছাড়াও বাজাজ ফাইন্যান্স, সান ফার্মা, ইন্ডিগো, রিলায়েন্স এবং টিসিএস-এর মতো বড় শেয়ারেও চাপ দেখা গিয়েছে।

বাজার মূলধনে বড় ধাক্কা

সোমবার BSE-র মোট বাজার মূলধন ছিল ৪৬৫.৬৮ লক্ষ কোটি। মঙ্গলবার তা কমে দাঁড়ায় ৪৫৫.৭২ লক্ষ কোটিতে। অর্থাৎ একদিনেই বিনিয়োগকারীদের ১০.১২ লক্ষ কোটি টাকা ডুবে গেল। NSE-তে সব সেক্টরেই বিক্রির চাপ দেখা গিয়েছে। রিয়েলটি সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫ শতাংশের বেশি পড়েছে। অটো সেক্টর কমেছে ২.৫ শতাংশ, ফিনান্সিয়াল সেক্টর ১.৪ শতাংশ এবং অন্যান্য সেক্টরেও গড়ে প্রায় ১ শতাংশ করে পতন হয়েছে।

কেন পড়ল বাজার?

বাজার পতনের পেছনে একাধিক কারণ কাজ করছে। এদিন IT শেয়ারগুলিতে তীব্র বিক্রি দেখা যায়। উইপ্রো ৩ শতাংশ এবং এলটিআই মাইন্ডট্রি ৬ শতাংশের বেশি পড়েছে। এর জেরে বেঞ্চমার্ক সূচক দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে যায়।

বিশ্ব বাণিজ্য যুদ্ধের আশঙ্কা

নতুন শুল্ক আরোপের হুমকিতে বিশ্ব বাজারে অনিশ্চয়তা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে আটটি ইউরোপীয় দেশের উপর নতুন শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ফ্রান্স ২০০ শতাংশ শুল্ক বসানোর কথা বলেছে।

Advertisement

বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার বিক্রি

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) টানা দশম দিন বাজারে নিট বিক্রি চালিয়ে যাচ্ছেন। সোমবারই তাঁরা প্রায় ₹৩,২৬৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।

সোনা-রুপোর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীরা এখন শেয়ার ছেড়ে সোনা ও রুপোর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। মঙ্গলবার প্রথমবার সোনার দাম ৪,৭০০ ডলার প্রতি আউন্স ছাড়িয়েছে। একই সঙ্গে রুপোর দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

(বিঃদ্রঃ- যে কোনও স্টকে বিনিয়োগ করার আগে, অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সাহায্য নিন।)

POST A COMMENT
Advertisement