scorecardresearch
 

Share Market Today: সর্বকালীন রেকর্ড Nifty-র, চাঙ্গা Sensex-ও, মালামাল লগ্নিকারীরা, কোন কোন স্টকের দুর্দান্ত পারফর্ম্যান্স?

আজ শেয়ার বাজারে ব্যাপক পারফর্ম্যান্স দেখা যাচ্ছে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি ও ধাতব সংস্থার স্টকগুলির। Sensex ৫০০ পয়েন্ট বেড়ে ৭৬ হাজার ৯৬৮ সূচকে ছুঁয়েছে।  Nifty ১৫৫ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৪২০ সূচক ছুঁয়ে ফেলেছে। ঐতিহাসিক উচ্চতায়। যার নির্যাস, প্রায় ২.৮ লক্ষ কোটি টাকা কামালেন লগ্নিকারীরা।   

Advertisement
Share Market Share Market
হাইলাইটস
  • প্রায় ২.৮ লক্ষ কোটি টাকা কামালেন লগ্নিকারীরা
  • কোন কোন স্টকের চাহিদা তুঙ্গে
  • ৯৯৫টি স্টকের অসাধারণ পারফর্ম্যান্স

শেয়ার বাজার (Share Market) আবার চাঙ্গা। আজ অর্থাত্‍ বুধবার বাজার খুলতেই Nifty সর্বকালীন রেকর্ড উচ্চতায় উঠল। Sensex-এও দুর্দান্ত পারফর্ম্যান্স। ৫০০ পয়েন্ট উঠে ৭৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেল সূচক। অন্যদিকে Nifty  ১৫৫ পয়েন্ট উঠে ২৩ হাজারের গণ্ডি পেরিয়ে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল। 

প্রায় ২.৮ লক্ষ কোটি টাকা কামালেন লগ্নিকারীরা

আজ শেয়ার বাজারে ব্যাপক পারফর্ম্যান্স দেখা যাচ্ছে ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি ও ধাতব সংস্থার স্টকগুলির। Sensex ৫০০ পয়েন্ট বেড়ে ৭৬ হাজার ৯৬৮ সূচকে ছুঁয়েছে।  Nifty ১৫৫ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৪২০ সূচক ছুঁয়ে ফেলেছে। ঐতিহাসিক উচ্চতায়। যার নির্যাস, প্রায় ২.৮ লক্ষ কোটি টাকা কামালেন লগ্নিকারীরা।   

আরও পড়ুন

কোন কোন স্টকের চাহিদা তুঙ্গে

লগ্নিকারীদের সম্পদ বম্বে স্টক এক্সচেঞ্জ মিড-ক্যাপে দেখা যাচ্ছে, ২.৮৮ লক্ষ কোটি টাকা বেড়ে ৪২৯.৮৩ লক্ষ কোটি টাকা পৌঁছে যাচ্ছে আজ। গত ৫২ সপ্তাহের মধ্যে সেরা ১৮৭টি স্টক। এই শেয়ারগুলিতে ভাল মুনাফা হয়েছে লগ্নিকারীদের। এর মধ্যে রয়েছে, AAVAS Financiers, Aditya Birla Sun Life AMC, Ashok Leyland, BASF India, Bharat Forge, Airtel, CIE India, Dixon ও Finolex Cables, এই স্টকগুলির ব্যাপক চাহিদা।

৯৯৫টি স্টকের অসাধারণ পারফর্ম্যান্স

৩ হাজার ৭২৪টি স্টকের মধ্যে ২ হাজার ৫৮৫টি স্টক বম্বে স্টক এক্সচেঞ্জ সবুজ সিগনালে রয়েছে। ৯৯৫টি স্টকের অসাধারণ পারফর্ম্যান্স। ১৪৪টি স্টক অপরিবর্তিত। Sensex-এ HDFC Bank, ICICI Bank, RIL, L&T, Airtel, Bajaj Finance, SBI and Axis Bank. HDFC, ICICI ও Reliance একাই ২৭৩ পয়েন্ট সূচক তুলে দিয়েছে।

Advertisement