Sensex 1 Lakh: সেনসেক্স ঠিক কবে ১ লক্ষ পার? 'ডেডলাইন' দিয়ে দিলেন লগ্নি বিশেষজ্ঞ

Sensex News: একটি বিজনেস চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে মোবিয়াস জানালেন, যাঁরা উত্থানের বাজারে লগ্নি করার কথা ভাবছেন, তাঁদের পরামর্শ, অর্ধেকের বেশি ফান্ড বা লগ্নির টাকা ভারতে লাগান।

Advertisement
সেনসেক্স ঠিক কবে ১ লক্ষ পার? 'ডেডলাইন' দিয়ে দিলেন লগ্নি বিশেষজ্ঞসেনসেক্সের খবর
হাইলাইটস
  • Sensex কবে ১ লক্ষ সূচকে পৌঁছতে পারে?
  • শেয়ারবাজার নিয়ে কী বলছেন মোবিয়াস?
  • বুল মার্কেটে কীভাবে লগ্নি করা উচিত?

ভারতীয় শেয়ারবাজারের (Indian Stock Market) সেরা সময় চলছে।  Sensex ছুঁয়ে ফেলেছে ৮৬ হাজার। দুর্দান্ত উত্থান Nifty-রও। লগ্নিকারীদের মনে একটাই প্রশ্ন এখন। Sensex কবে ১ লক্ষ সূচকে পৌঁছতে পারে? ডেডলাইন বলে দিলেন খ্যাতনামা শেয়ারবাজার বিশেষজ্ঞ মার্ক মোবিয়াস (Mark Mobius)। BSE Sensex ঠিক কবে ১ লক্ষ ছুঁয়ে ফেলবে, তা কার্যত্ পূর্বাভাসই দিয়ে দিলেন তিনি।

শেয়ারবাজার নিয়ে কী বলছেন মোবিয়াস?

মার্ক মোবিয়াসের অনুমান, চিনা শেয়ারগুলির তেজি হওয়ার কারণে চলতি বছরেই Sensex ১ লক্ষ অঙ্ক ছুঁয়ে ফেলতে পারে। সে ক্ষেত্রে সম্ভবত ডিসেম্বরেই ইতিহাস তৈরি হয়ে যেতে পারে বম্বে স্টক এক্সচেঞ্জে। প্রসঙ্গত, বুল মার্কেটের ইন্ডিয়ানা জোনস বলা হয় মোবিয়াসকে। বিজনেস টুডে-র খবর অনুযায়ী, ডেরিবেটিব অ্যাক্টিভিটি সীমিত করার জন্য SEBI কিছু নিয়ম তৈরি করে, তার প্রভাব শেয়ারবাজারে পড়তে পারে।

বুল মার্কেটে কীভাবে লগ্নি করা উচিত?

একটি বিজনেস চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে মোবিয়াস জানালেন, যাঁরা উত্থানের বাজারে লগ্নি করার কথা ভাবছেন, তাঁদের পরামর্শ, অর্ধেকের বেশি ফান্ড বা লগ্নির টাকা ভারতে লাগান। ভারত সেমিকন্ডাক্টর সেক্টরের দিকে এগনোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা দুর্দান্ত। বিদেশি লগ্নিকারীদের প্রতি তাঁর পরামর্শ, ভারত ছাড়া টাকা ২৫ শতাংশ টাকা লাগাতে পারেন চিন ও তাইওয়ানে। বাকি ২৫ শতাংশ টাকা লগ্নি করুন ভিয়েতনাম, তুরস্ক, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে।

   


TAGS:
POST A COMMENT
Advertisement