Small Saving Schemes Interest Rates: সুদ বাড়িয়েছে কেন্দ্র, ৮% পর্যন্ত রিটার্ন পোস্ট অফিসের ডিপোজিটে, কোন স্কিমে কত?

এনএসসি (NSC), পোস্ট অফিসের টার্ম ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার  বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গত ১ জানুয়ারি থেকে চালু হয়েছে বর্ধিত সুদের হার। এ নিয়ে পর পর দুটি ত্রৈমাসিকে সুদের হার বাড়ল। 

Advertisement
এবার ৮% পর্যন্ত রিটার্ন পোস্ট অফিসের ডিপোজিটেএনএসসি-সহ একাধিক প্রকল্পে বেড়েছে সুদের হার।
হাইলাইটস
  • স্বল্প সঞ্চয় প্রকল্পে বেড়েছে সুদের হার।
  • ঝুঁকিহীন বিনিয়োগে আয় করুন।

রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তার পর থেকে বেড়েছে ফিক্সড ডিপোজিটে সুদের হার। পিছিয়ে নেই স্বল্প মেয়াদের সঞ্চয় প্রকল্পগুলিও। অতিসম্প্রতি এনএসসি (NSC), পোস্ট অফিসের টার্ম ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার  বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গত ১ জানুয়ারি থেকে চালু হয়েছে বর্ধিত সুদের হার। এ নিয়ে পর পর দুটি ত্রৈমাসিকে সুদের হার বাড়ল। 

কোন স্কিমে কত সুদের হার 

এনএসসি- বর্তমানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) সুদ পাওয়া যাচ্ছে ৭%। আগে এনএসসি-তে সুদের হার ছিল ৬.৮%। 

পোস্ট অফিসের মেয়াদী সঞ্চয় স্কিম- পোস্ট অফিসের ১ থেকে ৫ বছরের মেয়াদের আমানতে(টার্ম ডিপোজিট) সুদের হার ১.১% পর্যন্ত বেড়েছে। ৫ বছরের মেয়াদের বিনিয়োগে সুদ পাওয়া যাচ্ছে ৭ শতাংশ। আর ২ বছর টাকা রাখলে মিলছে ৬.৮ শতাংশ সুদ। ৬.৬ শতাংশ সুদ এক বছরের মেয়াদে টাকা রাখলে।   

সিনিয়র সিটিজেন স্কিম- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে পাওয়া যাচ্ছে ৮% সুদ। আগে মিলত ৭.৬ শতাংশ।

মাসিক আয় স্কিম- মাসিক আয় প্রকল্পে সুদের হার ৭.১%। ৬.৭% ছিল আগে।

কিষান বিকাশপত্র- কিষান বিকাশ পত্রে বেড়েছে সুদ। কিষান বিকাশপত্রে ১২৩ মাসের জন্য ডিসেম্বর ত্রৈমাসিকে ৭% সুদের হার ছিল। সেটা বেড়ে  হয়েছে ৭.২%। ফলে ১২০ মাসেই টাকা ডাবল হবে বিনিয়োগকারীদের। 

পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ। আর পিপিএফে মিলছে ৭.১ শতাংশ সুদ। 

আরও পড়ুন- এই ৫ ব্যাঙ্কের বাম্পার অফার, ফিক্সড ডিপোজিটে ৮% পর্যন্ত সুদ

POST A COMMENT
Advertisement