2026 সালের PPF ও Fixed Deposit সুদের হার ঘোষণা করল সরকার, নয়া রেট দেখুন

বুধবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাকাউন্টস (এনএসসি)সহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই হার কার্যকর হবে। আগামী ৩ মাস অর্থাৎ মার্চ পর্যন্ত একই থাকবে।

Advertisement
2026 সালের PPF ও Fixed Deposit সুদের হার ঘোষণা করল সরকার, নয়া রেট ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার
হাইলাইটস
  • ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা।
  • সুদের হার থাকল অপরিবর্তিত।

বছরের শেষ দিনে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাকাউন্টস (এনএসসি)সহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই হার কার্যকর হবে। আগামী ৩ মাস অর্থাৎ মার্চ পর্যন্ত একই থাকবে।

এবারও সুদের হারে কোনও বদল হল না। বস্তুত টানা সাতটি ত্রৈমাসিক ধরে অপরিবর্তিত থাকল সুদের হার। অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,'২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (১ জানুয়ারি, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত) বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫) মতোই থাকবে'।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ সুদের হার। তবে তিন বছরের সঞ্চয়ে সুদের হার ৭.১ শতাংশ। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমের সুদের হার যথাক্রমে ৭.১ শতাংশ এবং ৪ শতাংশ। কিষাণ বিকাশ পত্রের (কেভিপি) সুদের হার ৭.৫ শতাংশ। ১১৫ মাসের সঞ্চয় স্কিম। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশ। মাসিক আয় যোজনায় বিনিয়োগকারীরা পাচ্ছেন ৭.৪ শতাংশ রিটার্ন। পোস্ট অফিস এবং ব্যাঙ্কের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত।

সুকন্যা সমৃদ্ধি যোজনা ৮.২%

ন্যাশনাল সেভিংস স্কিম (NSC) ৭.৭%

কিষাণ বিকাশ পত্র (KVP) ৭.৫%

মাসিক আয় যোজনা (MIS) ৭.৪%

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ৭.১%

৩ বছরের আমানত (TD) ৭.১%

পোস্ট অফিস সেভিংস ডিপোজিট ৪.০%

প্রতি ত্রৈমাসিক অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। এর আগে ২০২৩-২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে সুদের হারে পরিবর্তন করা হয়েছিল।

POST A COMMENT
Advertisement