Stock Market Crash: ৫ দিনে ১৬ লক্ষ কোটি টাকা ডুবে গেল লগ্নিকারীদের, শেয়ারবাজারে আরও পতনের আশঙ্কা?

শেয়ার মার্কেটে লগ্নিকারীদের মাথায় হাত। গত ৫ দিনে ১৬ লক্ষ কোটি টাকা খুইয়েছেন ইনভেস্টররা। শুধু শুক্রবারই ৭ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে ভারতের স্টক মার্কেট থেকে।

Advertisement
৫ দিনে ১৬ লক্ষ কোটি টাকা ডুবে গেল লগ্নিকারীদের, শেয়ারবাজারে আরও পতনের আশঙ্কা?
হাইলাইটস
  • ৫ দিনে ১৬ লক্ষ কোটি টাকা খুইয়েছেন ইনভেস্টররা
  • শুক্রবারই ৭ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে ভারতের স্টক মার্কেট থেকে
  • শেষ ট্রেডিং দিনে সেনসেক্স পড়ে যায় ৭৩৩.২২ পয়েন্ট

শেয়ার মার্কেটে লগ্নিকারীদের মাথায় হাত। গত ৫ দিনে ১৬ লক্ষ কোটি টাকা খুইয়েছেন ইনভেস্টররা। শুধু শুক্রবারই ৭ লক্ষ কোটি টাকা উবে গিয়েছে ভারতের স্টক মার্কেট থেকে। 

শুক্রবারের শেষ ট্রেডিং দিনে সেনসেক্স পড়ে যায় ৭৩৩.২২ পয়েন্ট। সূচক গিয়ে দাঁড়ায় ৮০,৪২৬.৪৬-এ। অপরদিকে ২৩৬.১৫ পয়েন্ট তলিয়ে যায় নিফটি। এখন নিফটির সূচক দাঁড়িয়ে রয়েছে ২৪,৬৫৪.৭০-এ।

আর শেষ কয়েকদিনের এই নিম্মমুখী ট্রেন্ড নিয়েই চিন্তিত অনেক বাজার বিশেষজ্ঞ। এমনকী আগামিদিনে আরও পতনেরও রয়েছে আশঙ্কা। কিন্তু কেন এমনটা মনে করা হচ্ছে? জেনে নিন...

১. ট্রাম্পের নয়া ভিসা নিয়ম
ইতিমধ্যেই এইচ১বি ভিসা নিয়ে নতুন নিয়ম জারি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়মের জেরে এখন থেকে কোনও ভারতীয় কর্মী আমেরিকায় এইচ১বি ভিসায় কাজ করতে চাইলে সেই সংস্থাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। আর এই খবরেই টলে গিয়েছে আইটি সেক্টরের একাধিক স্টক। টিসিএস থেকে ইনফোসিসের শেয়ারের দর তলানিতে গিয়ে ঠেকেছে।

২. পড়েছে টাকার দাম
শেয়ারবাজারের এমন টলমলে অবস্থার মধ্যে দুর্বল হয়েছে ভারতীয় টাকা। আর সেটাও স্টক মার্কেটকে নীচে টেনে নিয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৩. বাড়ছে তেলের দাম
ভূ-রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি জন্য বেড়েছে তেলের দাম। এই যেমন পরিশোধিত তেলের দাম পৌঁছে গিয়েছে ৬৫.৭২ ডলারে। আর সেই কারণেও পড়েছে শেয়ারের দর।

৪. বিদেশি পুঁজি বেরিয়ে যাচ্ছে
ভারত থেকে নিয়মিত বিদেশি পুঁজি বেরিয়ে যাচ্ছে। দেশের মার্কেটের উপর ভরসা হারাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। তাই তো শুক্রবারের ট্রেডিং শেসনে ১৬,০৫৭.৩৮ টাকা তুলে নিয়েছেন ফরেন ইনভেস্টাররা।


৫. ব্লু ক্যাপও ঝিমিয়ে রয়েছে
এমন বিয়ার মার্কেটে ব্লু ক্যাপ স্টকই মানুষকে আশা জোগায়। তবে সেই নিশ্চিন্ত হওয়ার পরিসরটাও বর্তমানে হারিয়ে গিয়েছে। দেশের সব বড় বড় সংস্থার ব্লু ক্যাপ স্টকের দামও কমে গিয়েছে।

৬. পরের মাসেই রেজাল্ট
আগামী মাসেই বহু ভারতীয় সংস্থা নিজেদের আয়ের হিসেব সামনে আনবে। আর ইউএস শুল্কের পর সংস্থাগুলির লাভ খুব একটা ভালো হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেও কমে যাচ্ছে শেয়ারের দর বলে দাবি।

Advertisement

তাই আপাতত লগ্নিকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষত, ফিউচার ও অপশন ট্রেডিং থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলেই খুব বড় আঘাত আসবে না বলে মনে করেন তাঁরা।

 

POST A COMMENT
Advertisement