স্টক মার্কেটের ব়্যালিপরপর দুই দিন বাড়ল ভারতের শেয়ারবাজার। ভারত ইলেকট্রনিক্স, আদানি পোর্টস এবং মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার মতো শেয়ারগুলি আজ ভাল পরফর্ম করে। যার ফলে উপরে উঠে যায় সেনসেক্স, নিফটি।
এই দিন শুরুটা খারাপ হয়। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উপরে উঠতে থাকে বিএসই। দিনের শেষে ৩৩৫.৯৭ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮৩,৮৭১.৩২ পয়েন্টে। শতাংশের হিসাবে ০.৪০ শতাংশ বৃদ্ধি পায়। আর দুই দিনের হিসেব করলে ৬৫৫ পয়েন্ট বৃদ্ধি পেল এই সূচক।
অপরদিকে মঙ্গলবার বেড়েছে নিফটিও। এ দিন ০.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই সূচক। যার ফলে এটি এখন পৌঁছে গিয়েছে ২৫,৬৯৪.৯৫ পয়েন্টে।
কোন কোন শেয়ারে লক্ষ্মীলাভ?
এ দিন সবথেকে বেশি লাফিয়েছে বিইএল। এই শেয়ারের দাম ২.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন এর দাম রয়েছে ৪২৭.২০ টাকায়। ও দিকে বেড়ে গিয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ারের দাম। এটিও ২.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আদানি পোর্টস, এইচসিএল টেকনোলজিস, ইটারনাল এবং ইনফোসিসের শেয়ারের দাম যথাক্রমে বেড়েছে ২.১১ শতাংশ, ১.৭৮ শতাংশ, ১.৫৩ শতাংশ এবং ১.০৬ শতাংশ।
এছাড়া এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস এবং এম অ্যান্ড এম শেয়ারগুলি মার্কেটকে উপরে নিয়ে যায়।
এ দিন ৪৩৬৩টি স্টক শেয়ারবাজারে অ্যাক্টিভলি ট্রেড করেছে। তাদের মধ্যে ১৯৫৮টি উপরে শেষ করে। ও দিকে ২২২৫ স্টক নেমেছে। ১৮০টি স্টকের দাম একই জায়গায় রয়েছে।
কোন দিকে যাবে মার্কেট?
এই প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্টের হেড অব রিসার্চ জানান, আমেরিকার সেনেট ফেডারেল শাটডাউনের বন্ধ করার জন্য বিল পাশ করেছে। যেটা সারা বিশ্বের জন্য ভাল খবর। পাশাপাশি সব কোম্পানির কোয়ার্টার ২-এর রেজাল্ট প্রকাশ করার কাজটাও শেষের মুখে। আর সেই রেজাল্টও খুবই ভাল হয়েছে। যার ফলে শেয়ারমার্কেটও ঊর্ধ্বমুখী হয়েছে।
আইটি, অটো, মেটাল এবং এফএমসিজি সেক্টরে লাভের মাধ্যমে শেয়ারবাজার বাড়ছে। পাশাপাশি বিনিয়োগকারীরা এখন দেশের মুদ্রাস্ফীতির তথ্যের জন্য অপেক্ষা করছে। খাদ্যের দাম ক্রমাগত কমে যাওয়ার কারণে আরবিআই নিজের নীতি আরও সহজ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে বলে মনে করেন নায়ার।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।