লক্ষ্মীবারে স্টক মার্কেটে লগ্নিকারীদের লক্ষ্মী লাভ। পরপর ৩ দিন উঠল শেয়ারবাজার। আজ দিনের শেষে Sensex বেড়েছে ৫৮২.৯৫ পয়েন্ট। এখন এই সূচক দাঁড়িয়ে রয়েছে ৮১,৭৯০.১২-তে। ও দিকে আজ বেড়েছে Nifty-ও। এই সূচক আজ ১৮৩ পয়েন্ট বেড়েছে। এখন নিফটি দাঁড়িয়ে রয়েছে ২৫,০৭৭.৬৫-এ।
শুরুটা ভালো হয়নি
এ দিন শুরুটা খুব ভালো হয়নি দেশের শেয়ার মার্কেটের। তবে কিছুটা সময় পেরনোর পরই বদলে যায় পরিস্থিতি। IT এবং Finance Stock বৃদ্ধি পেতে থাকে।
একই অবস্থা ছিল সেনসেক্সের। এ দিন আগের ট্রেডিং সেশন থেকে একটু উপরে শুরু করে সেনসেক্স। তারপর নীচের দিকে চলে যায় সূচক। যদিও ১ ঘণ্টার মধ্যে বদলে যায় পরিস্থিতি। ৩০০ পয়েন্ট উঠে সেনসেক্স পৌঁছে যায় ৮১,৩৭৫-এ। আর দিনের শেষ হয় প্রায় ৬০০ পয়েন্ট উপরে।
এই যেমন এ দিন দারুণ বৃদ্ধি হয় TCS-এর। এই স্টক প্রায় আড়াই শতাংশের বেশি বৃদ্ধি পায়। ও দিকে অ্যাপোলো হাসপাতালের শেয়ার বাড়ে ২.৮৪ শতাংশ।
তবে এ দিন উল্লেখযোগ্য বৃদ্ধি পায় Shiram Transport Finance। এ দিন এই শেয়ার ৪ শতাংশের বেশি বাড়ে।
কোন কোন স্টকে হল লক্ষ্মীলাভ?
Max Health, Apollo Hospitals, Shriram Finance, Axis Bank, Bajaj Finance এবং TCS হল আজকের দিনে টপ গেনার। এই স্টকগুলি আজ লগ্নিকারীদের ভালো মুনাফা এনে দিয়েছে।
অপরদিকে আবার Tata Steel, Adani Ports, SBI Life Insurance, Tata Motors, Cipla এবং Asian Paints-এর মতো স্টকগুলির পারফর্মেন্স আজ ছিল খারাপ। এই স্টকগুলির দাম কিছুটা হলেও পড়েছে।
কেন বাড়ছে শেয়ার বাজার?
প্রথমত, HDFC এবং Kotak Mahindra-এর মতো ব্যাঙ্কগুলি খুব ভালো করেছে এই ত্রৈমাসিকে। যার ফলে লগ্নিকারীদের ভরসা বেড়েছে ভারতীয় মার্কেটের উপর। শুধু তাই নয় IT স্টকগুলিও এখন ঊর্ধ্বমুখী। মোটের উপর সব IT স্টকই সবুজে রয়েছে। যার ফলে মার্কেটও হচ্ছে ঊর্ধ্বমুখী।
দ্বিতীয়ত, সারা পৃথিবীর শেয়ারবাজরই এখন পজিটিভে। এশিয়ার মার্কেট এবং US Future-এ ভরসা দেখাচ্ছে লগ্নিকারীরা। যার ভালো প্রভাব পড়ছে ভারতীয় মার্কেটে।
তৃতীয়ত, অনেক দিন ধরেই ডলারের সাপেক্ষে পড়ছিল ভারতীয় টাকা। যদিও সেই পরিস্থিতি বদলে গিয়েছে।ভারতীয় টাকা ডলারের সাপেক্ষে কিছুটা শক্ত হয়েছে। সেটাও মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।