ভারতীয় পণ্যে ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ ট্যারিফ চাপানোর প্রভাব একাধিক সেক্টরে পড়ার আশঙ্কার মধ্যেই প্রথম ধাক্কা খেল ভারতীয় শেয়ারবাজার। আজ অর্থাত্ বৃহস্পতিবার বাজার খুলতেই বড় পতন হল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক Sensex ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক Nifty-তে। Sensex একলাফে ৬৫৭ পয়েন্ট পড়ে গেল। ৮০ হাজার ১২৪ পয়েন্টে নেমে যায়। Nifty ২০০ পয়েন্ট কমে গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা তথ্যপ্রযুক্তি সংস্থা ও ব্যাঙ্কিং সংস্থাগুলির স্টকে।
বাজার খোলার সঙ্গে সঙ্গে সূচকে বড় পতন
২৭ অগাস্ট অর্থাত্ বুধবার ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ লাগু হয়ে গিয়েছে। কিন্তু গণেশ চতুর্থী উপলক্ষে এদিন শেয়ারবাজার বন্ধ ছিল। কিন্তু আজ বাজার খুলতেই ট্যারিফের প্রভাব স্পষ্ট দেখা গেল। শুল্কের সরাসরি প্রভাব সেনসেক্স-নিফটিতে পড়ল। সেনসেক্স গত মঙ্গলবার ৮০,৭৮৬.৫৪ পয়েন্টে বন্ধ হয়েছিল। আজ আরও পড়ে ৮০,৭৫৪ পয়েন্টে নেমে আসে এবং কয়েক মিনিটের মধ্যেই এটি ৬৫৭.৩৩ পয়েন্টের পতনের সঙ্গে ৮০,১২৪ পয়েন্টে লেনদেন করতে দেখা যায়। এনএসই নিফটির কথা বলতে গেলে, এই সূচকটি মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় ২৪,৭১২.০৫ পয়েন্টের তুলনায় ২৪,৬৯৫.৮০ পয়েন্টে খুলেছিল এবং তারপরে সেনসেক্সের মতো এটিও ২০০ পয়েন্ট পতন হয়ে ২৪,৫১২ পয়েন্টে পৌঁছল।
শেয়ার বাজারে ধসের শুরু
এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ১৪৫৮টি কোম্পানির শেয়ারে রেডলাইট জ্বলে যায়। অর্থাৎ আগের দিনের তুলনায় দাম কম। তবে এর মধ্যেই ১০২৩টি কোম্পানির শেয়ার সবুজ রয়েছে। অর্থাত্ দাম বেড়েছে। আর ১৯৫টি শেয়ার একেবারে আগের দামে ফ্ল্যাট খোলে।
কোন কোন বড় কোম্পানির শেয়ার পড়ল
প্রাথমিক লেনদেনে দেখা যাচ্ছে বেশ কিছু লার্জ-ক্যাপ কোম্পানির শেয়ারে ধস নেমেছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও ব্যাঙ্কিং সেক্টরের স্টকের অবস্থা খারাপ।
HCL Tech প্রায় ২.৩০ শতাংশ কমেছে।
Power Grid ১.৫০ শতাংশ কমেছে।
Sun Pharma ১.৪০ শতাংশ কমেছে।
TCS ১.৩০ শতাংশ কমেছে।
HDFC Bank ১.২৫ শতাংশ কমেছে।
এছাড়া ইনফোসিস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, টেক মাহিন্দ্রা, রিলায়েন্স, ভারতী এয়ারটেল, এনটিপিসি এবং জিও ফাইন্যান্সের মতো শেয়ারের দামেও বড় পতন দেখা যাচ্ছে।
মিড-ক্যাপ ও স্মল-ক্যাপে বড় ধাক্কা
Emcure ৩.১০ শতাংশ কমেছে।
FirstCry ২.৭০ শতাংশ কমেছে।
Bharti Hexa ২.৫৫ শতাংশ কমেছে।
ছোট কোম্পানির মধ্যে Camelin Fine এবং KITEX, দু’টিই প্রায় ৫ শতাংশ পড়ে গিয়েছে।
তবে শেয়ারবাজারে সামগ্রিক পতনের মধ্যেও বেশ কিছু শেয়ারের পারফর্ম্যান্স ভাল। অন্তত বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ারের দামও বেড়েছে। যেমন Hero MotoCorp, Asian Paints আর Titan-এর মতো কয়েকটি শেয়ার গ্রিন জোনে রয়েছে।
-END-