শেয়ার বাজারে ৬ লক্ষ কোটির লাভ, কোন কোন স্টক বাড়ল?বুধবার লাফিয়ে বাড়ল ভারতীয় শেয়ারবাজার। গত কয়েক ঘন্টায় সেনসেক্স ও নিফটি ৫০ রেকর্ড স্পিডে বৃদ্ধি পেয়েছে। ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিও রীতিমতো চাঙ্গা হয়ে উঠেছে। এদিন BSE সেনসেক্স ৪৮৭.২০ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে ৮২,৩৪৪.৬৮ তে উঠে বন্ধ হয়েছে। অন্যদিকে, নিফটি ৫০ বুধবার ১৬৭.৩৫ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ বেড়ে ২৫,৩৪২.৭৫-তে উঠে বন্ধ হয়েছে।
আজ শেয়ারবাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে, BSE-র সেরা ৩০টি শেয়ারের মধ্যে মাত্র আটটির দর কমেছে। বাকি ২২টি স্টকের দর বেড়েছে। BEL-এর শেয়ার এদিন সবচেয়ে বেশি বেড়েছে। ৮.৯০ শতাংশ বেড়ে BEL-এর শেয়ারের দর ৪৫৩-তে পৌঁছেছে। এরপর ETERNAL-এর শেয়ার ৫ শতাংশ বেড়ে ২৬৬-তে পৌঁছেছে। বাজাজ ফাইন্যান্স, ফিনসার্ভ, ট্রেন্ট এবং পাওয়ারগ্রিড-এর দর ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, মারুতি সুজুকি, সান ফার্মা, ইনফোসিস এবং এয়ারটেল-এর দর কমেছে।
বুধবার শেয়ারবাজারে মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ সেক্টরেও ভালো উত্থান দেখা গিয়েছে। নিফটি মিডক্যাপ ১০০ এদিন ৯৫৪ পয়েন্ট বেড়েছে, যেখানে নিফটি স্মলক্যাপ ১০০ প্রায় ৩৭১ পয়েন্ট বেড়েছে। এর ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে লাভের বৃষ্টি। শেয়ারবাজারের তথ্য বলছে এদিন বিএসই-র মার্কেট ক্যাপ ৪৫৩.৬৭ লক্ষ কোটি থেকে বেড়ে ৪৫৯.৬৪ লক্ষ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ একদিনে প্রায় ৬ লক্ষ কোটি টাকা লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা।
কেন শেয়ারবাজার উত্থান?
বিশেষজ্ঞরা মনে করছেন, বুধবারের ভারতীয় শেয়ারবাজারে উত্থানের সবচেয়ে বড় কারণ ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির আওতায় উভয় দেশই বেশিরভাগ পণ্যের উপর শুল্ক কমাতে বা শূন্য করতে রাজি হয়েছে। এই চুক্তি ভারতের রফতানি ব্যবসা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। ফলে একাধিক কোম্পানির বাজার বাড়বে। এরফলেই বেড়েছে স্টক মার্কেট।
এদিন লার্জ-মিড- স্মল-ক্যাপ স্টকগুলিতেও দারুণ লাভ দেখা গিয়েছে। একাধিক শেয়ার এদিন বহু মানুষ কিনতে আগ্রহী হয়েছেন। বিশেষ করে বাজার বন্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে সবচেয়ে বেশি ক্রয় করতে দেখা গিয়েছে।
স্টারলাইটের শেয়ারের দাম আজ ২০ শতাংশ
আজ বুধবার স্টারলাইটের শেয়ারের দাম আজ ২০% বৃদ্ধি পেয়েছে। তেজস নেটওয়ার্কের শেয়ারের দাম ১৫% বেড়েছে,হিন্দুস্তান কপারের শেয়ারের দাম ১২.৬৭% বেড়েছে ও অয়েল ইন্ডিয়ার শেয়ারের দাম ৯% বেড়েছে।
(বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। এই প্রতিবেদনে কোথাও বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি, তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। নিজ দায়িত্বে শেয়ার বাজারে বিনিয়োগ করুন।)