ভারতে বিপুল বিনিয়োগ করতে চলেছে সুজুকি মোটর। বৈদ্যুতিন যান ও ব্যাটারির উৎপাদনে ১৫০ বিলিয়ন ইয়েন বা ভারতীয় মুদ্রায় ৯৬০০ কোটি লগ্নি করবে জাপানি গাড়ি নির্মাতা সংস্থা। শনিবার জাপানের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর।
শনিবার এদেশে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে কিশিদার। এই সফরে ভারতে আগামী ৫ বছরে ৫ লক্ষ কোটি ইয়েন লগ্নি করার কথা জানিয়েছেন কিশিদা। মনে করা হচ্ছে, এই বিনিয়োগের অংশ সুজুকির লগ্নি-পরিকল্পনা।
ই-যানের কারখানা
নিক্কির রিপোর্ট অনুযায়ী, ভারতে বিদ্যুৎচালিত গাড়ির কারখানা তৈরি করতে চলেছে সুজুকি। ২০২৫ সাল থেকে সেখানে উৎপাদন শুরু হয়ে যাবে। তবে খবর নিশ্চিত করেনি সুজুকির মুখপাত্র।
মোদী-কিশিদা বৈঠক
শনিবার কিশিদা-মোদীর বৈঠকে অর্থনীতি ও দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান নিয়ে কথা হয়েছে। সেখানেই ঠিক হয়েছে পাঁচ বছরে ভারতে ৩.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে ভারত।
বলে রাখি, ২০২১ সালের ৪ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কিশিদা। তার আগে দেশের বিদেশমন্ত্রীও ছিলেন। বিদেশমন্ত্রী হিসেবে মোদীর সঙ্গে চারবার সাক্ষাৎ হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নীতি অনুযায়ী পরিষদের অধ্যক্ষ পদেও ছিলেন। তখনও মোদীর সঙ্গে কথা বলেছেন। এর আগে ভারতেও এসেছেন কিশিদা।
আরও পড়ুন- পাইকারি বাজারে মহার্ঘ ডিজেল, এক লাফে লিটারে ২৫ টাকা বাড়ল দাম