শেয়ার মার্কেট ফলশুক্রবার বাজার খুলতেই আবার ধস নামল শেয়ারবাজারে। দিনের শুরুতেই ৪৫৬.৭৫ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। এখন এই সূচক দাঁড়িয়ে রয়েছে ৮২,৮৫৪.২৬-এ। ও দিকে নিফটিও তলিয়ে গিয়েছে ১২৯.৪০ পয়েন্ট। এই সূচক এখন ২৫,৩৮০.৩০-তে।
এই দিন ব্যাঙ্কিং, আইটি এবং মেটাল স্টক খুব পড়েছে। যার ফলে শুরুতেই খারাপ অবস্থা বাজারের।
কেন পড়ছে শেয়ারবাজার?
এর পিছনে রয়েছে একাধিক কারণ। তবে সবথেকে বেশি যেই কারণটার কথা বিশেষজ্ঞরা বলছেন সেটি হল, বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত দেশ থেকে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তাঁরা রোজই মার্কেট থেকে তুলে নিচ্ছেন টাকা। যার ফলে বাজারে পতন অব্যাহত রয়েছে।
তবে এ সবের মধ্যে ভাল খবর হল, অভ্যন্তরীণ ইনভেস্টররা এখন বাজারের উপর ভরসা করছেন। তাঁরা নিজেদের মতো করে বিনিয়োগ করে যাচ্ছেন।
দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে
জিওজিৎ ফিনান্সিয়ালের স্ট্র্যাটেজিস্ট ডাঃ ভিকে বিজয়কুমারের মতে, এখন বিদেশি ও অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের মধ্যে টানাটানি চলছে। একদল টাকা বের করছে। আবার অপর দল টাকা ইনভেস্ট করছে। আর সেই কারণেই মার্কেটে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে।
তিনি বলেন, 'বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা যত টাকা তুলে নিচ্ছে মার্কেট থেকে, তার থেকে বেশি বিনিয়োগ করছে দেশিয় বিনিয়োগকারীরা (FII গতকাল বেচেছে৩২৬৩ কোটি টাকা। DII কিনেছে ৫২৮৩ টাকা)। কিন্তু তারপরও মার্কেট পড়ছে।'
তিনি আরও জানান, 'বিদেশি বিনিয়োগকারীরা বিরাট পরিমাণে শর্ট করার ফলে দেশিয় বিনিয়োগকারী বা রিটেলাররা কিনলেও লাভ হচ্ছে না। আসলে বিদেশি বিনিয়োগকারীদের স্ট্র্যাটেজি খুব ভাল কাজ করছে। তারা ভারত থেকে টাকা তুলে নিয়ে কম পয়সার কোনও মার্কেটে বিনিয়োগ করছে।...'
কী হতে পারে?
জিওজিৎ ফিনান্সিয়ালের চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট আনন্দ জেমস বলেন, 'গতকাল দিনের শুরুতে ইতিবাচক স্টার্ট দিয়েছিল। পরে নিফটি ২৫,৬৩০-২৫,৬৫০ রেঞ্জের উপরে যেতে পারেনি। তাতে ৫০ দিনের সিম্পেল মুভিং এভারেজ এবং লোয়ার বলিঙ্গার ব্যান্ড যথাক্রমে ২৫,২০০ এবং ২৫,০৮৮ এর কাছাকাছি এসে গিয়েছে।'
এক্ষেত্রে নিফটি ২৫৪০০-এর কাছাকাছি গেলে বুলসরা কিনতে পারে বলে জানিয়েছেন তিনি।
বিদ্র: তবে এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।