সেরা রিটার্ন দেওয়া স্টকশেয়ারবাজারে বিনিয়োগ করা ঝুঁকির বিষয়। এখানে একটু বুঝে পা না ফেললেই হতে পারে বিরাট লস। খোয়াতে হতে পারে অনেকটা টাকা। তাই বিশেষজ্ঞরা সবসময় শেয়ার নিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। তবে মাথায় রাখতে হবে, এই টালমাটাল শেয়ারবাজারেই কিছু স্টক বাম্পার রিটার্ন দিচ্ছে। এই সব স্টকে ১০০০ থেকে ৬০০০ শতাংশ পর্যন্ত মুনাফা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।
আর আজকের নিবন্ধে তেমনই কিছু স্টক সম্পর্কে বিশদে জেনে নিন। তারপর সেগুলি নিয়ে করুন রিসার্চ। পছন্দ হলে অবশ্যই ওয়াচলিস্টে রাখতে পারেন।
আরআরপি সেমিকন্ডাক্টরের শেয়ার
এই শেয়ার নিয়ে গত এক বছর খুব হইচই রয়েছে গোটা ভারতে। কারণ, গত এক বছরে ৬২৫২ শতাংশ রিটার্ন মিলেছে এই স্টকে। এর দাম ১৮৫ টাকা থেকে ১১,৭৮৪.৪০ তে পৌঁছে গিয়েছে ২০২৫ সালে। এই তো গতকাল, মানে শুক্রবারই এই স্টক ২ শতাংশের আপারসার্কিট হিট করেছে।
স্বদেশি ইন্ড্রাস্ট্রিজের শেয়ার
আরও একটি চর্চিত স্টক হল স্বদেশি ইন্ড্রাস্ট্রিজ এবং লিজিং লিমিটেড। এটি শুধু চলতি বছরেই ৩৬২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। স্টকের দাম ২.৯২ টাকা থেকে ১০৩.৯৫ টাকায় পৌঁছে গিয়েছে।
শ্রী চক্র সিমেন্ট লিমিটেড
সেরার সেরা একটি শেয়ার হল শ্রী চক্র লিমিটেড। এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এটি চলতি বছরে ৩.৪৬ টাকা থেকে ৮৭.৮২ টাকায় পৌঁছে গিয়েছে। দিয়েছে ২৪৩৮ শতাংশ রিটার্ন।
মিডওয়েস্ট গোল্ড শেয়ার
এই মাল্টিব্যাগার স্টক ২১০৮ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সংস্থাটি গ্রানাইট এবং মার্বেল নিয়ে কাজ করে। এর শেয়ার জানুয়ারিতে ছিল ১১.১০ টাকা। এখন পৌঁছে গিয়েছে ২৫৮৬.৫৫ টাকা।
জিএইচভি ইনফ্রা প্রোজেক্ট স্টক
এই স্টকটি দারুণ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এই বছরে মিলেছে ১৭৩৬ শতাংশ মুনাফা। জানুয়ারি ১-এ এর দাম ছিল ১৮ টাকা। সেটা এখন ৩৩৪ টাকায় পৌঁছে গিয়েছে।
ইলিটেকন ইন্টারন্যাশনাল শেয়ার
আরও একটি চর্চিত শেয়ার হল এলিটেকন ইন্টারন্যাশনাল। ২০২৫ সালে এটির দাম বেড়েছে ১৪৯০ শতাংশ। এর দাম ১০.৩৭ টাকা থেকে পৌঁছে গিয়েছে ১৬৪.৯৫ টাকায়।
মারদিয়া সামইয়াং শেয়ার
২০২৫ সালে এই স্টকের দাম বেড়েছে ১৩৭৭ শতাংশ। এর দাম ৮.৩৫ টাকা থেকে পৌঁছে গিয়েছে ১২৩.৪০ টাকায়। আর শুক্রবারে এই স্টক ১.৯৮ শতাংশ আপার লিমিট হিট করেছে।
কোল্যাব প্ল্যাটফর্ম শেয়ার
এর দাম ১ জানুয়ারি ছিল ১৫.৪৫ টাকা। সেখান থেকে এখন ২০৪.৬০ টাকায় পৌঁছে গিয়েছে। এটাও শুক্রবার আপার সার্কিট হিট করেছে। এটা চলতি বছরে ১২২৪ শতাংশ।
বিদ্র: তবে এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।