পোস্ট অফিসের একাধিক স্কিম থাকে। এই স্কিমগুলোতে নানা সুবিধে মেলে। ছোটো ছোটো এই স্কিমগুলোর মাধ্যমে লাভবান হন গ্রাহকরা। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। সেরকমই একটি স্কিম রয়েছে। এই স্কিমে একবার বিনিয়োগ করে মাসিক আয় করা যেতে পারে ৯ হাজার টাকারও বেশি। POMIS নামে এই স্কিমের মেয়াদ ৫ বছর।
চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
ন্যূনতম জমা করা যেতে পারে মাত্র হাজার টাকা
পোস্ট অফিস মাসিক আয় স্কিমে ন্যূনতম জমা করা টাকার পরিমাণ হল হাজার টাকা। তারপরে এটি ১০০০ টাকার গুণিতকের হিসেবে জমা করা যেতে পারে। একটি একক অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ জমা করা যেতে পারে ৯ লাখ টাকা। যৌথ অ্যাকাউন্টের জন্য ১৫ লক্ষ টাকা।
পোস্ট অফিস মাসিক আয় স্কিম হল একটি সরকার-সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, যেখানে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। এতে একক অ্যাকাউন্টের পাশাপাশি যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে।
এই স্কিমে একটি অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করার অনুমতি দেওয়া হয়। এই পরিমাণ টাকা জমা করলে প্রতি মাসে ৫৫৫০ টাকা মিলবে। যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা জমা করার অনুমতি রয়েছে। এতে প্রতি মাসে ৯২৫০ টাকা আয় হবে।
এই স্কিমে মেয়াদপূর্তির আগে টাকা তোলার প্রয়োজন যদি হয় তাহলে এক বছর পর এই সুবিধা পাবেন। তবে প্রি-ম্যাচিউর ক্লোজারের ক্ষেত্রে পেনাল্টি দিতে হবে।
প্রতি মাসে কত টাকা আসবে
সুদের হার: বার্ষিক ৭.৪%
যৌথ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ বিনিয়োগ: ১৫ লাখ টাকা
বার্ষিক সুদ: ১,১১,০০০ টাকা
মাসিক সুদ: ৯২৫০ টাকা
একক অ্যাকাউন্ট হলে সুদের হার : বার্ষিক ৭.৪%
অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ বিনিয়োগ: ৯ লাখ টাকা
বার্ষিক সুদ: ৬৬,৬০০ টাকা
মাসিক সুদ: ৫৫৫০ টাকা