Tobacco Pan Masala Tax Hike 2026: ১ ফেব্রুয়ারি থেকে বহুমূল্য সিগারেট, নেশার আরও আরও কোন জিনিসের দাম বাড়ছে?

Tobacco Pan Masala Tax Hike 2026: কেন্দ্রীয় সরকার ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তামাকজাত দ্রব্য ও পানমশলার উপর বাড়তি কর আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। GST Compensation Cess তুলে দিয়ে তার জায়গায় চালু হচ্ছে নতুন এক্সাইজ ডিউটি ও Health and National Security Cess।

Advertisement
১ ফেব্রুয়ারি থেকে বহুমূল্য সিগারেট, নেশার আরও আরও কোন জিনিসের দাম বাড়ছে?

Tobacco Pan Masala Tax Hike 2026: নতুন বছর শুরু হতেই তামাক ও পানমশলা ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা। কেন্দ্রীয় সরকার ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তামাকজাত দ্রব্য ও পানমশলার উপর বাড়তি কর আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। GST Compensation Cess তুলে দিয়ে তার জায়গায় চালু হচ্ছে নতুন এক্সাইজ ডিউটি ও Health and National Security Cess। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন কর কাঠামো বিদ্যমান GST হারের উপর অতিরিক্তভাবে বসবে। অর্থাৎ দাম বাড়বে উল্লেখযোগ্যভাবে।

কোন পণ্যে কত কর?
১ ফেব্রুয়ারি থেকে পানমশলা, সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যে ৪০ শতাংশ GST কার্যকর থাকবে। অন্যদিকে বিড়ির ক্ষেত্রে GST হার রাখা হয়েছে ১৮ শতাংশ।

এর পাশাপাশি পানমশলার উপর আলাদা করে বসবে Health and National Security Cess। তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে আরোপ করা হবে অতিরিক্ত এক্সাইজ ডিউটি, যার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে অর্থমন্ত্রক।

কেন এই পরিবর্তন?
এতদিন তামাক ও পানমশলার উপর GST Compensation Cess বসানো হত, যা মূলত GST চালুর পরে রাজ্যগুলির রাজস্ব ক্ষতি পুষিয়ে দিতে চালু হয়েছিল। কিন্তু ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সেই Compensation Cess পুরোপুরি উঠে যাচ্ছে।

তার বদলে কেন্দ্র চাইছে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে চিহ্নিত এই ‘সিন প্রোডাক্ট’-গুলির উপর সরাসরি কঠোর কর চাপাতে। ফলে রাজস্ব আদায়ের পাশাপাশি ভোগ কমানোই সরকারের মূল লক্ষ্য।

নতুন নিয়মে নজরদারি আরও কড়া
বুধবার কেন্দ্র Chewing Tobacco, Jarda Scented Tobacco ও Gutkha Packing Machines Rules, 2026-এর বিজ্ঞপ্তিও জারি করেছে। এই নিয়মে তামাক ও গুটখা প্রস্তুতকারক সংস্থাগুলির উৎপাদন ক্ষমতা অনুযায়ী কর নির্ধারণ ও আদায়ের পদ্ধতি নির্দিষ্ট করা হয়েছে। সরকারি সূত্রের মতে, এর ফলে ফাঁকি রোধ ও উৎপাদনের উপর নজরদারি অনেকটাই কড়া হবে।

গত ডিসেম্বরেই সংসদে দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়, যার মাধ্যমে পানমশলার উপর Health and National Security Cess এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটির পথ প্রশস্ত হয়। সেই বিলের ভিত্তিতেই সরকার এবার ১ ফেব্রুয়ারি ২০২৬-কে কার্যকরী তারিখ হিসেবে ঘোষণা করল।

Advertisement

কী প্রভাব পড়তে পারে?
বিশেষজ্ঞদের মতে, নতুন কর কাঠামোর ফলে তামাক ও পানমশলার দাম বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে বিক্রি ও ব্যবহারের উপর। একই সঙ্গে চাপ বাড়বে প্রস্তুতকারক সংস্থাগুলির উপরও।

 

POST A COMMENT
Advertisement