এবার থেকে Toll Tax দিন UPI পেমেন্টে, লাগবে নগদের হাফ টাকা

নতুন নিয়মটি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে। জাতীয় সড়ক শুল্ক বিধি অনুযায়ী নির্দেশিকা জারি করেছে জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ডিজিটাল পেমেন্টের প্রচার এবং টোল প্লাজায় নগদ লেনদেন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
এবার থেকে Toll Tax দিন UPI পেমেন্টে, লাগবে নগদের হাফ টাকা  টোলে নতুন নিয়ম
হাইলাইটস
  • UPIতে পেমেন্ট করুন টোল ট্যাক্স।
  • বাঁচবে টাকা।

টোল পেমেন্টের ক্ষেত্রে নয়া নিয়ম! নগদের বদলে ইউপিআইতে পেমেন্ট করলে এবার কম টাকা দিতে হবে। আসলে ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতেই সরকারের এই সিদ্ধান্ত। এর পাশাপাশি টোলপ্লাজায় নগদ পেমেন্টও কমানো সরকারের লক্ষ্য। কতটা লাভবান হবেন সাধারণ মানুষ? কতটা টাকা বাঁচবে? পুরো হিসেব জেনে নিন।

এবার থেকে FASTag ছাড়া জাতীয় সড়কে টোল পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করবে চার্জ। মানে কত টাকা টোল দিতে হবে, সেটা ঠিক করে দেবে নগদ না অনলাইন পেমেন্ট। কেউ নগদে দিলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। সেটাই UPI বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা হলে টোল ট্যাক্স হবে ১.২৫ গুণ। বর্তমানে, নগদ এবং UPIতে দ্বিগুণ কর দিতে হয়। এর অর্থ হল UPI ব্যবহার করে পেমেন্ট করার সময় FASTag ছাড়া ব্যবহারকারীদের কম কর দিতে হবে। FASTag ছাড়া গাড়ির জন্য দারুণ স্বস্তি।

নতুন নিয়মটি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে। জাতীয় সড়ক শুল্ক বিধি অনুযায়ী নির্দেশিকা জারি করেছে জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ডিজিটাল পেমেন্টের প্রচার এবং টোল প্লাজায় নগদ লেনদেন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মটি টোল পেমেন্ট পদ্ধতিতেও বড় পরিবর্তন আনবে। 

কতটা টোল ট্যাক্স দিতে হবে?

FASTag এর মাধ্যমে কোনও গাড়ির টোল ফি ১০০ টাকা। নগদে সেটা লাগবে ২০০ টাকা। কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট মাত্র ১২৫ টাকা দিতে হবে। এর অর্থ হল ১৫ নভেম্বর থেকে FASTag ছাড়া টোল ট্যাক্স দিলে ৭৫ টাকা সাশ্রয় করতে পারবেন।

টোলে যানজট কমবে

এই পদক্ষেপের লক্ষ্য ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা। সেই সঙ্গে স্বচ্ছতা আনা। টোল প্লাজায় কমবে যানজটও। জাতীয় সড়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনীর ফলে জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক মসৃণ এবং দ্রুত হবে। সেই সঙ্গে আরও স্বচ্ছ হবে টোল আদায়।

Advertisement

POST A COMMENT
Advertisement