Union Budget on Bihar: বিহারকে ঝুলি উপুড় করে দিলেন নির্মলা, চওড়া হাসি নীতীশের মুখে, এ বছরেই ভোট

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, 'বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে। মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও বাজারজাতকরণের জন্য মাখানা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের FPO হিসেবে সংগঠিত করা হবে।

Advertisement
বিহারকে ঝুলি উপুড় করে দিলেন নির্মলা, চওড়া হাসি নীতীশের মুখে, এ বছরেই ভোটনীতীশ কুমার ও নির্মলা সীতারামন
হাইলাইটস
  • বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে
  • নির্মলার শাড়িটিও ছিল বিহারের
  • বিহারকে বাজেটে ঢেলে ঘোষণা

অর্থমন্ত্রী ঘোষণা করলেন, বিহারে ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ ফুড টেকনোলজি তৈরি করা হবে। বিহারের খাদ্য প্রক্রিয়াকরণকে প্রমোটের জন্য ফোকাস করা হবে। IIT পটনাকে আরও আর্থিক সাহায্য করা হবে যাতে, বিস্তার ও প্রসার ঘটে। বিহারে মাখানা বোর্ডের ঘোষণা করা হয়েছে। এর ফলে মাখানা কৃষক ও মাখা ব্যবসায়ীরা উপকৃত হবেন। পটনা বিমানবন্দরের আরও উন্নয়নের পাশাপাশি ৩টি নতুন এয়ারপোর্ট গড়া হবে। 

বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, 'বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে। মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও বাজারজাতকরণের জন্য মাখানা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের FPO হিসেবে সংগঠিত করা হবে। বোর্ড মাখানা কৃষকদের সহায়তা এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে এবং তারা যাতে সমস্ত প্রাসঙ্গিক সরকারি প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য কাজ করবে।' বিহারে দারভাঙা, মধুবনী, সুপল, সীতামারহি জেলায় প্রচুর মাখানা উত্‍পাদন হয়।

নির্মলার শাড়িটিও ছিল বিহারের

বস্তুত, আজ যে বিহারকে ঢেলে দেওয়া হবে, তার ইঙ্গিত মিলেছিল নির্মলা সীতারামনের শাড়িতেই। এদিন বিহারের পদ্মশ্রী দুলারি দেবীর উপহার দেওয়া মধুবনী শাড়ি পরে বাজেট পেশ করলেন সীতারামন।  UDAN প্রকল্পের অধীনে দেশের 120 টি নতুন জায়গা বিমান পরিষেবার সঙ্গে যুক্ত হবে। এর মধ্যে রয়েছে দেশের পাঁচটি আইআইটি-তে অতিরিক্ত 6,500 ছাত্রদের থাকার জন্য পরিকাঠামো যোগ করা।

বিহারকে বাজেটে ঢেলে ঘোষণা

বিহারে বিমান পরিষেবা সম্প্রসারণের জন্য একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এর বাইরে নির্মলা সীতারামন পাটনা বিমানবন্দরের ক্ষমতা ব্যাপকভাবে সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া বিহতায় নির্মিত হবে ব্রাউনফিল্ড বিমানবন্দর। কেন্দ্রীয় সরকারের কাছে বিহারে বিমানবন্দরের দাবি জানিয়েছিল জেডিইউ।

বিহারে শিক্ষার ক্ষেত্রে একটি বড় ঘোষণা করে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে পাটনায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) ক্ষমতা বাড়ানো হবে আইআইটিগুলির ক্ষমতা বাড়ানোর জন্য। এর মধ্যে রয়েছে দেশের পাঁচটি আইআইটি-তে অতিরিক্ত ৬ হাজার ৫০০ ছাত্রদের থাকার জন্য পরিকাঠামো যোগ করা। বিহারের জন্য, যা বন্যার ভয়াবহতার মুখোমুখি হচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম কোসি খালের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে বিহারের মিথিলাঞ্চল অঞ্চলের ৫০,০০০ হেক্টর জমি উপকৃত হবে।

Advertisement

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে বিহারে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। নীতীশ কুমারও কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থন করছেন।
 

POST A COMMENT
Advertisement