সহজে লোন, রফতানিতে জোর, বাজেট থেকে কী আশা করছে MSME সেক্টর?

MSME খাত আর্থিক ভাবে বৃদ্ধির আশা দেখতে শুরু করেছে। উল্লেখযোগ্য পরিবর্তনের প্রত্যাশা করছে এই সেক্টর। MSME সেক্টরের তরফে এই বাজেটে আশা করা হচ্ছে, সহজে ঋণের প্রাপ্তি, এই সেক্টরে ডিজিটাল খাতে জোর ও রফতানি বৃদ্ধি করা।

Advertisement
সহজে লোন, রফতানিতে জোর, বাজেট থেকে কী আশা করছে MSME সেক্টর?বাজেট থেকে কী আশা করছে MSME সেক্টর?
হাইলাইটস
  • MSME খাত আর্থিক ভাবে বৃদ্ধির আশা দেখতে শুরু করেছে।
  • উল্লেখযোগ্য পরিবর্তনের প্রত্যাশা করছে এই সেক্টর।
  • সহজে ঋণের প্রাপ্তি, এই সেক্টরে ডিজিটাল খাতে জোর ও রপ্তানি বৃদ্ধি করা।

২০২৬-২৭ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট যত এগিয়ে আসছে, MSME খাত আর্থিক ভাবে বৃদ্ধির আশা দেখতে শুরু করেছে। উল্লেখযোগ্য পরিবর্তনের প্রত্যাশা করছে এই সেক্টর। MSME সেক্টরের তরফে এই বাজেটে আশা করা হচ্ছে, সহজে ঋণের প্রাপ্তি, এই সেক্টরে ডিজিটাল খাতে জোর ও রফতানি বৃদ্ধি করা।

অ্যাক্সিস ব্যাঙ্কের কমার্শিয়াল ব্যাঙ্কিং গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান বিজয় শেঠি জানান, ২০২৬-২৭ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট এমএসএমই-নেতৃত্বাধীন বৃদ্ধি দ্রুত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। বিশেষ করে যখন ভারত উৎপাদন এবং রফতানি  খাতে এগিয়ে যাচ্ছে, তখন তা MSME-র জন্যও সুযোগ হতে পারে।

তিনি বলেন, আসলে MSME খাত বাজেট থেকে এমন কিছু পদক্ষেপ চাইছে যা সাশ্রয়ী মূল্যে ও সহজে ঋণ দেবে, ঋণের গ্যারান্টি জোরদার করবে এবং ক্যাশ ফ্লো বৃদ্ধি করবে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোগের জন্য বাজেট থেকে বড় কিছু প্রত্যাশা করছে MSME সেক্টর। এছাড়াও, বিজয় শেঠি বলেন, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রযুক্তিগত আপগ্রেডের ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন বৃদ্ধি হতে পারে।

অ্যাক্সিস ব্যাংকের মিড-কর্পোরেটস অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গ্রুপের প্রেসিডেন্ট  প্রশান্ত টি.এস. বলেন, সহজে ঋণে পাওয়ার জন্য এই সেক্টরটি এখন দীর্ঘমেয়াদী উপায় খুঁজছে। তিনি বলেন, এই বাজেট থেকে রফতানি ব্যবস্থার সংস্কার, শুল্ক পদ্ধতি সরলীকরণ ও সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণের আশা করছে MSME সেক্টর।

২০২৫ বাজেটে ছোট ব্যবসায়ীরা কী পেয়েছিলেন?

২০২৫ বাজেটে  ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কেন্দ্রের MSME ক্রেডিট গ্যারান্টি ৫ কোটি থেকে ১০ কোটি টাকা করা হল। আগামী ৫ বছরে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি ১.৫ লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে। অর্থমন্ত্রী জানান, MSME-তে বিনিয়োগ এবং টার্নওভারের সীমা যথাক্রমে ২.৫ এবং ২ গুণ বৃদ্ধি করা হয়েছে। মেক ইন ইন্ডিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎপাদন মিশন নীতি সহায়তা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা করবে। অর্থমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে ঋণের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। কিষাণ ক্রেডিট কার্ড ৭.০৭ লক্ষ কৃষককে ঋণ সুবিধা দিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement