
ডিজিটাল পেমেন্ট নিয়ে বড় পদক্ষেপ করল ন্যাশনাল পেমেন্টস কো-অপারেশন (NPCI)। NPCI ঘোষণা করল, বিভিন্ন ক্যাটেগরিতে UPI লেনদেনে লিমিট বাড়ানো হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই লাগু হয়ে যাবে নয়া সিদ্ধান্ত। এই ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বেশি পরিমাণ টাকা একদিনে UPI এর মাধ্যমে লেনদেন করতে পারবেন। বিশেষ করে বিমার প্রিমিয়াম, ক্যাপিটাল মার্কেট, ক্রেডিট কার্ড বিল, ট্র্যাভেল ও সরকারি লেনদেনে বেশি টাকা UPI দিয়ে পাঠানো যাবে।
NPCI বিবৃতিতে জানিয়েছে, একাধিক ক্যাটেগরিতে ইউপিআই লেনদেনে লিমিট বাড়ানো হচ্ছে। এর ফলে শুধু সাধারণ মানুষ নন, ব্যবসায়ীরাও উপকৃত হবেন। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে UPI লেনদেনের লিমিট বাড়ছে ১৫ সেপ্টেম্বর থেকে।
ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্টস: ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতিদিন UPI লেনদেন। দৈনিক সর্বাধিক সীমা ১০ লক্ষ টাকা।
বিমার প্রিমিয়াম: বিমার প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রেও প্রতিদিন সর্বোচ্চ ৫ লক্ষ টাকা UPI লেনদেন। দৈনিক সর্বাধিক সীমা ১০ লক্ষ টাকা।
সরকারি ই-মার্কেটপ্লেস লেনদেন: বর্তমানে প্রতিদিন ৫ লক্ষ টাকা পর্যন্ত UPI লেনদেন। দৈনিক সর্বাধিক সীমা ১০ লক্ষ টাকা।
ট্র্যাভেল পেমেন্টস: প্রতিদিন ৫ লক্ষ টাকা লেনদেন করা যায় সর্বোচ্চ। দৈনিক সর্বাধিক সীমা ১০ লক্ষ টাকা।
মার্চেন্ট পেমেন্টস: UPI দিয়ে সর্বোচ্চ লেনদেন ৫ লক্ষ টাকা। ব্যবসায়িক পেমেন্টের জন্য দৈনিক কোনও সীমা নেই।
গয়না কেনার ক্ষেত্রে: প্রতি লেনদেনে সর্বাধিক সীমা ৫ লক্ষ টাকা। দৈনিক সর্বাধিক সীমা ৬ লক্ষ টাকা।
বিদেশি মুদ্রা খুচরো লেনদেন (BBPS-এর মাধ্যমে): প্রতি লেনদেনে সর্বাধিক সীমা ৫ লক্ষ টাকা। দৈনিক সর্বাধিক সীমা ৫ লক্ষ টাকা।
ডিজিটাল অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক অর্থ জমা: প্রতি লেনদেনে সর্বাধিক সীমা ৫ লক্ষ টাকা। প্রাথমিক অর্থ জমার জন্য দৈনিক সীমা ২ লক্ষ টাকা।
তবে peer-to-peer (P2P) ইউপিআই লেনদেনের সীমায় কোনও পরিবর্তন করা হচ্ছে না। বর্তমানে যেমন প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা UPI পেমেন্ট করা যায়, সেই রকমই চলবে।