scorecardresearch
 

WB Budget 2024: 'এটা বাজেট নয়, ভোটপ্রচার,' বলছেন শুভেন্দু

শুভেন্দুর বক্তব্য, টাকা কোথা থেকে আসবে, রাজস্ব আদায়ের কী পরিস্থিতি, এই সব বাজেটে নেই। ভোটের আগে আতঙ্কিত হয়ে বাজেট পেশ করা হয়েছে। শিল্পের কোনও দিশা নেই বাজেটে।

Advertisement
Mamata Banerjee and Suvendu Adhikari Mamata Banerjee and Suvendu Adhikari

West Bengal Budget 2024: রাজ্য বাজেটকে 'ভোটপ্রচার' বলেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendua Adhikari)। শুভেন্দুর বক্তব্য, টাকা কোথা থেকে আসবে, রাজস্ব আদায়ের কী পরিস্থিতি, এই সব বাজেটে নেই। ভোটের আগে আতঙ্কিত হয়ে বাজেট পেশ করা হয়েছে। শিল্পের কোনও দিশা নেই বাজেটে।

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক পুলিশদের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে একাধিক জনমোহিনী ঘোষণা করেছেন চন্দ্রিমা। রাজ্যের বাজেটের তীব্র সমালোচনায় সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'এই বাজেটে দার্জিলিঙের পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো পিএম কিষাণ সম্মান নিধি আরও ছ হাজার রাজ্য দিয়ে ১২ হাজার করবে রাজ্য। তাই কৃষকদের জন্য এই সরকার এই বাজেটে কিছু রাখেনি।'

সিভিক ভলান্টিয়ারদের ভাতাবৃদ্ধি নিয়ে শুভেন্দুর বক্তব্য,  'সিভিক ভলান্টিয়াররা যেহেতু পুলিশের সমান কাজ করে, ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করে, তাই বিজেপি মনে করে সমকাজে সমবেতন হওয়া উচিত। তাঁদের ২০ হাজার টাকা বেতন দেওয়া উচিত বলে মনে করে বিজেপি। আমরা মনে করি মাত্র হাজার টাকা বৃদ্ধি করে, ভোটের সময় তাদের অপব্যবহার করার জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছেন এই ভোটমুখী বাজেটে। এই বাজেটে নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই। যে ৯ হাজার টাকা পায়, তাকে ১০ হাজার করেছে।'

আরও পড়ুন

চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছেন। সেই ঘোষণাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 'সবশেষে আবার ডিএ নামক বস্তুটিতে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে পাঁচ লক্ষ চাকরি কোন কোন দফতরে কবে কবে হবে? শিল্পের কোনও দিশা নেই এই বাজেটে।'

Advertisement

Advertisement