সুখবর সরকারি কর্মীদের জন্য। পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেপ্টেম্বর মাসের বেতন। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তথা রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদার। এই খবরে খুশি রাজ্যের সরকারি কর্মীরা।
সুকান্ত মজুমদার এই নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা আদেশ সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরের ২৬ তারিখ রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পেয়ে যাবেন। সেদিনই তাঁদের 'অ্যাডভান্স' হিসেবে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন।
দুর্গাপুজো শুরু হচ্ছে ২৯ তারিখ থেকে। সেদিন সপ্তমী। পুজোয় অতিরিক্ত খরচ কমবেশি সবার হয়। সেজন্য সরকারি কর্মীরা যাতে কোনও অসুবিধেয় না পড়েন তাই আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তাদের তরফে জানানো হয়েছে, উৎসব উদযাপনে যাতে কোনও অসুবিধা না হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল (সিজিএ)-এর দফতরে একটি আদেশ জারি করেছে।
জারি করা আদেশে উল্লেখ, এই অগ্রিম অর্থের আংশিক অর্থ প্রদান করা হবে। মাস শেষে, প্রকৃত বেতন এবং পেনশনের সম্পূর্ণ হিসাব করার পরে যা কিছু অবশিষ্ট থাকবে তা পরিশোধ করা হবে। এই আদেশ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে (আরবিআই) রাজ্যের সমস্ত ব্যাঙ্ক শাখায় এই নির্দেশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সময়মতো অর্থ প্রদান করা যায়।
কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব দুর্গাপূজার আগে এই উদ্যোগ শুধু বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অর্থনৈতিক স্বস্তিই নয়, বাঙালি আবেগেরও এক অনন্য সম্মান। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ আবারও প্রমাণ করলো, বাঙালির সুখ-দুঃখে, আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে এবং বাংলার সংস্কৃতি ও অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করে।'