Share Market Rise: হঠাত্‍ রকেট গতি নিল শেয়ারবাজার, কোন স্টকগুলি দাপাচ্ছে?

বৃহস্পতিবার দিনের শুরুতে খারাপ স্টার্ট করে শেয়ারবাজার। মার্কেট চলে যায় রেড জোনে। তবে সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তরতর করে বাড়ছে শেয়ারবাজার। গ্রিন জোনে রয়েছে নিফটি এবং সেনসেক্স। ইতিমধ্যেই সেনসেক্স ৩০০ পয়েন্ট লাফ দিয়েছে। নিফটিও বৃদ্ধি পেয়েছে মোটামুটি ১০০ পয়েন্ট। আর মার্কেটের এই হঠাৎ বদল হওয়ার পিছনেও রয়েছে আমেরিকার হাত।

Advertisement
হঠাত্‍ রকেট গতি নিল শেয়ারবাজার, কোন স্টকগুলি দাপাচ্ছে?শেয়ারবাজারে রকেটের গতি
হাইলাইটস
  • বৃহস্পতিবার দিনের শুরুতে খারাপ স্টার্ট করে শেয়ারবাজার
  • ইতিমধ্যেই সেনসেক্স ৩০০ পয়েন্ট লাফ দিয়েছে
  • নিফটিও বৃদ্ধি পেয়েছে মোটামুটি ১০০ পয়েন্ট

বৃহস্পতিবার দিনের শুরুতে খারাপ স্টার্ট করে শেয়ারবাজার। মার্কেট চলে যায় রেড জোনে। তবে সেই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তরতর করে বাড়ছে শেয়ারবাজার। গ্রিন জোনে রয়েছে নিফটি এবং সেনসেক্স। ইতিমধ্যেই সেনসেক্স ৩০০ পয়েন্ট লাফ দিয়েছে। নিফটিও বৃদ্ধি পেয়েছে মোটামুটি ১০০ পয়েন্ট। আর মার্কেটের এই হঠাৎ বদল হওয়ার পিছনেও রয়েছে আমেরিকার হাত।

ভাবছেন সেটা কী? তাহলে শুনুন, আমেরিকায় শাটডাউন উঠে গেল আজ। আর এই খবরেই চাঙ্গা স্টকমার্কেট।

আগের দিনের ক্লোজিং থেকে সামান্য বেড়ে বৃহস্পতিবার শুরুতে সেনসেক্স খোলে ৮৪,৫২৫.৮৯-এ। তবে কিছুক্ষণের মধ্যেই মার্কেটে পতন হয়। এটা নেমে যায় ৮৪,২৫৩ পয়েন্টে। তার কিছুক্ষণ পরেই অবশ্য বদলে যায় পরিস্থিতি। হু হু করে বাড়তে থাকে শেয়ারবাজার। এটি পৌঁছে যায় ৮৪,৮০৩ পয়েন্টে।

ওদিকে একই খবর রয়েছে নিফটিরও। এ দিন এই সূচক শুরু করে ২৫৯০৬ পয়েন্টে। তারপর আমেরিকা থেকে খবর আসার পরই এই সূচক উঠতে থাকে। এই সূচক পৌঁছে যায় ২৫,৯৭৫-এ।

কেন ঊর্ধ্বমুখী শেয়ারমার্কেট?

কিছুদিন ধরেই শাটডাউন চলছিল আমেরিকায়। সেখানে রেকর্ড ৪৩ দিন ধরে শাটডাউন চলে। আর সেই শাটডাউন উঠে গেল আজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ফান্ডিং বিলে সই করতেই খুশির হাওয়া সারা বিশ্ব জুড়ে।

এই খবরের জেরে জাপানের নিকেই বেড়েছে ১৫৩ পয়েন্ট। এটি ট্রেড করেছে ৫১,২১৭ পয়েন্টে। ও দিকে দক্ষিণ কোরিয়ার কোওসপি বৃদ্ধি পেয়েছে ৩০ পয়েন্ট। আর এই ট্রেন্ড ধরেই বৃদ্ধি পেয়েছে ভারতের শেয়ারবাজার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোন কোন স্টক বেড়েছে?

আজ একাধিক শেয়ার দারুণ রিটার্ন দিচ্ছে। এক্ষেত্রে এশিয়ান পেইন্টস (৩.৭০ শতাংশ), আইসিআইসি ব্যাঙ্ক শেয়ার (২.২০ শতাংশ), টাটা স্টিল (১.৮০ শতাংশ) বৃদ্ধি পেয়েছে। এছাড়া মিড ক্যাপ ক্যাটাগরিতে অশোক লেল্যান্ড (৬ শতাংশ), বায়োকন শেয়ার (৩.৮০ শতাংশ), গ্লেনমার্ক শেয়ার (৩.৬০ শতাংশ), প্রেস্টিজের শেয়ার (৩.৩০ শতাংশ) এবং টাটা কমিউনিকেশনের শেয়ার (২.৪০ শতাংশ) বেড়েছে। এছাড়া লো ক্যাপে প্রিকওয়্যার শেয়ার (১৬ শতাংশ) এবং টিভি সিলেক্ট-এর শেয়ার (১৫ শতাংশ বৃদ্ধি) পেয়েছে। তাই চাইলে এই সব স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement