Share Market Fall: বিহারে NDA দুর্দান্ত এগোচ্ছে, স্থায়ী সরকারের ইঙ্গিতেও শেয়ারবাজারে ধস, কেন?

বিহারে আর্লি ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি, জেডিইউ জোট। অনেকটাই পিছিয়ে আরজেডি, কংগ্রেসের মহাগঠবন্ধন। সেই হিসাবে আজ অনেকেই আশা করেছিলেন শেয়ার মার্কেট চড়বে। তবে হল ঠিক তার উল্টো। এ দিন দিনের শুরু থেকেই পড়ছে শেয়ারবাজার।

Advertisement
বিহারে NDA দুর্দান্ত এগোচ্ছে, স্থায়ী সরকারের ইঙ্গিতেও শেয়ারবাজারে ধস, কেন?শেয়ারবাজারে ধস কেন?
হাইলাইটস
  • বিহারে আর্লি ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি, জেডিইউ জোট
  • অনেকটাই পিছিয়ে আরজেডি, কংগ্রেসের মহাগঠবন্ধন
  • সেই হিসাবে আজ অনেকেই আশা করেছিলেন শেয়ার মার্কেট চড়বে

বিহারে আর্লি ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি, জেডিইউ জোট। অনেকটাই পিছিয়ে আরজেডি, কংগ্রেসের মহাগঠবন্ধন। সেই হিসাবে আজ অনেকেই আশা করেছিলেন শেয়ার মার্কেট চড়বে। তবে হল ঠিক তার উল্টো। এ দিন দিনের শুরু থেকেই পড়ছে শেয়ারবাজার।

দিনের শুরুতেই সেনসেক্স পড়ে যায় ৪৩৬ পয়েন্ট। এই সূচক এখন ৮৪০৪২ তে দাঁড়িয়ে রয়েছে। ও দিকে নিফটিও পড়েছে ১১৩ পয়েন্ট। এই সূচক রয়েছে ২৫৭৬৬ পয়েন্টে।

এখন প্রশ্ন হল, কেন বিজেপি এগিয়ে থাকার পরও সেনসেক্স, নিফটি পড়ছে? তার উত্তরে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসলে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো নিয়ে একাধিক অনিশ্চয়তা তৈরি করেছে। এই কারণে বিশ্বের প্রায় সব মার্কেটই দুলছে। এমন পরিস্থিতিতে ভারতের মার্কেটেও সেই ট্রেন্ডই ফলো করল। আজ দিনের শুরু থেকেই সেনসেক্স, নিফটিতে প্রফিট বুকিং চলছে।

এই প্রসঙ্গে এনরিচ মানির সিইও পোনমুদি আর বলেন, 'আজ ভারতের মার্কেটের সেন্টিমেন্ট খুবই সাবধানী থাকবে। আসলে আমেরিকার গতকাল খুব সেল-অফ হয়েছে। আর সেই ট্রেন্ডই ছিল এশিয়ার মার্কেটে।'

জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে ভিজয়কুমার বলেন, 'ভোটের রেজাল্টের জন্য মার্কেটে যে রিয়্যাকশন হয়, সেটা সাময়িক। মিডিয়াম এবং লং মার্কেট ট্রেন্ড সবসময় ফান্ডামেন্টাল এবং সংস্থার আয়ের উপর নির্ভর করে।...'

কোন কোন স্টকের অবস্থা খারাপ?

এ দিন অনেকটা পড়ে গিয়েছে টাটা মটোরস-এর শেয়ার। এটি ৩.৫১ শতাংশ পর্যন্ত পড়েছে। এখন এর দাম রয়েছে ৩০৯ টাকা। ও দিকে ইনফোসিস পড়ে গিয়েছে ১.২৩ শতাংশ। পাশাপাশি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা,টাটা স্টিল এবং আইটিসি-এর শেয়ার যথাক্রমে ০.৯৬ শতাংশ, ০.৭৬ শতাংশ এবং ০.৭৩ শতাংশ পড়েছে।

এটি কি বিয়ার রানের শুরু?

না, এমন কোনও ইঙ্গিত দেননি বিশেষজ্ঞরা। কারণ, পরপর কয়েকদিন উপরের দিকেই উঠেছে শেয়ারবাজার। তাই একদিন খারাপ শুরু করতেই তাকে ট্রেন্ড হিসাবে ধরতে নারাজ তারা। বরং তারা মার্কেটের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন।

Advertisement

কী করবেন?

এমন পরিস্থিতিতে একটু সতর্ক থাকতে হবে। দেখতে হবে, পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। পাশাপাশি মার্কেট রিসার্চটাও সেরে ফেলতে হবে। তারপরই বিনিয়োগ করার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement