GST কাউন্সিলের ৫৬ তম বৈঠকে একাধিক বড় বড় ঘোষণা করেছে কেন্দ্র। দিওয়ালির আগে দেশের আমজনতাকে বিরাট স্বস্তি দিয়েছে GST স্ল্যাবের পরিবর্তন। ছোট ব্যবসায়ী থেকে কৃষক পর্যন্ত, সকলেই লাভবান হবেন এই সিদ্ধান্তে। GST স্ল্যাবের সংখ্যা কমিয়ে ৫% এবং ১৮% করা হয়েছে। ১২% এবং ২৮% স্ল্যাব দু'টিকে বাতিল করে দেওয়া হয়েছে।
বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 'কিছু নিত্যব্যবহার্য গুরুত্বপূর্ণ জিনিসের উপর থেকে GST তুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জীবনদায়ী ওষুধ, জীবন ও স্বাস্থ্যবিমা, দুধ, পনির ইত্যাদি।' আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ দেবীপক্ষ থেকেই নতুন এই জিরো GST কার্যকর হবে।
কোন কোন জিনিসের উপর এবার থেকে জিরো GST?
GST স্ল্যাবের বদল সম্পর্কে সকলকে অবগত করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিরো GST লাগু হওয়া জিনিসপত্রের একটি তালিকাও শেয়ার করেছেন। এমন অনেক নিত্যব্যবহার্য গুরুত্বপূর্ণ দ্রব্যের উপর আগে ৫ থেকে ১৮% পর্যন্ত GST লাগু ছিল। তালিকায় সবচেয়ে বেশি ছিল খাদ্যদ্রব্য। উদাহরণস্বরূপ নির্মলা সীতারামন উল্লেখ করেছেন, রেডি টু ইট পরোটার কথা। এতে ছিল ১৮% GST। এবার সেটিকে জিরো GST তালিকাভুক্ত করা হল। এছাড়াও রয়েছে-
> আলট্রা হাই টেম্পারেচার দুধ
> ছানা
> পনির
> পিৎজ্জা
> সব ধরনের পাউরিটি
> রেডি টু ইট রুটি
> রেডি টু ইট পরোটা
শিক্ষা সংক্রান্ত জিনিস GST মুক্ত
আগে থেকেই অনুমান করা হচ্ছিল, শিক্ষা সংক্রান্ত সমস্ত দ্রব্য GST মুক্ত করা হতে পারে। বাস্তবে হলও তেমনটাই। GST-র বৈঠকে শিক্ষা সংক্রান্ত সমস্ত সরঞ্জাম জিরো GST-তে নিয়ে আসার কথা ঘোষণা করা হয়। এই দ্রব্যগুলিতে এতদিন পর্যন্ত ১২% GST লাগু ছিল।
কী কী পড়ছে সেই তালিকায়?
> পেন্সিল
> শার্পনার
> ইরেজার
> নোটবুক
> চার্ট
> গ্লোব
> ওয়াটার সার্ভে চার্ট
> অ্যাটলাস
> প্র্যাকটিস বুক
> গ্রাফ বুক
> ল্যাবরেটরি নোটবুক
ওষুধ এবং বিমার উপরও GST থাকছে না
জিরো GST-র আওতায় নিয়ে আসা হল জীবনদায়ী ওষুধ, ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবনবিমা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ৩৩টি জীবনদায়ী ওষুধে এবার থেকে ১২% GST তুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৩টি ক্যান্সারের ওষুধও। পাশাপাশি অনেক মারণ রোগের ওষুধও এবার থেকে সস্তা হবে।