scorecardresearch
 
Advertisement

Leave Encashment New Rule: ছুটি বিক্রি করে ২৫ লাখ পর্যন্ত করমুক্ত আয়, কীভাবে পাবেন টাকা ?

Leave Encashment New Rule: ছুটি বিক্রি করে ২৫ লাখ পর্যন্ত করমুক্ত আয়, কীভাবে পাবেন টাকা ?

২০২৩ সালের বাজেটে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেসরকারী কর্মীদের বড় স্বস্তি দিয়েছেন। অর্থমন্ত্রী লিভ এনক্যাশমেন্টের জন্য কর ছাড়ের সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করেছেন। অর্থাৎ, এখন যদি আপনার লিভ এনক্যাশমেন্টের পর পাওয়া টাকার পরিমাণ ২৫ লাখ বা তার কম হয়, তাহলে কেন্দ্র আপনার থেকে কোনও ট্যাক্স নেবে না। তবে ১ এপ্রিল থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই লিভ এনক্যাশমেন্ট (Leave Encashment) নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। কারণ, লিভ এনক্যাশমেন্টে কর ছাড়ের সীমা শেষবার করা হয়েছিল ২০০২ সালে, যখন মূল বেতনের সীমা ছিল প্রতিমাসে ৩০ হাজার টাকা। আসুন জেনে নেওয়া যাক লিভ এনক্যাশমেন্ট কী এবং এর কী কী নিয়ম আছে...

Advertisement