নেপাল থেকে আসা চায়ের উপর কোনও শুল্ক লাগে না। কিন্তু এ রাজ্যের চায়ের উপর শুল্ক দিতে হচ্ছে। এই অসম প্রতিযোগিতা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,'চা বাগানে একটা সমস্যা হচ্ছে। নেপালের চা সস্তায় চলে আসছে। ওখানে চা রফতানির উপর কর দিতে হয় না। আমাদের রফতানিতে ৪০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে'।