আইটি সেক্টরে আগামী এক বছরে ৫০ শতাংশের বেশি লোক নিজেদের বর্তমান চাকরিতে ইস্তফা দিতে পারে। এ বিষয়ে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, নতুন চাকরি এবং ভাল স্যালারির খোঁজে এমন করতে চলেছেন আইটি সেক্টরের কর্মীরা। সেখানে আইটি প্রফেশনালদের জন্য চাকরিতে ইস্তফা দেওয়ার একটা বড় কারণ হল সেক্টর এর ট্রেনিং এবং ডেভলপমেন্টের ঘাটতি এবং ওয়ার্ক লাইফের মধ্যে ভারসাম্য ঠিকঠাক তৈরি হতে পারছে না।
More Than 50 Percent IT Sector Professionals will Resign within Next Year