Advertisement

75 Rupees Coin: ৭৫ টাকার বিশেষ কয়েনটি ঠিক কেমন? জেনে নিন

নতুন সংসদ ভবন উদ্বোধন করে ৭৫ টাকার বিশেষ কয়েন আনছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৭৫ টাকার এই বিশেষ কয়েনের ওজন ৩৫ গ্রাম। তৈরি করা হয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে। ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রকাশ্যে আনা হবে এই বিশেষ মুদ্রা।

Advertisement
POST A COMMENT