ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই, এবারের বাজেটে যে জনমুখী বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বেশি হবে, তা প্রতাশ্য়িতই ছিল। একদিকে যেমন পুরনো কিছু প্রকল্পে টাকা বাড়ল, তেমনই নতুন, খুব গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে নতুন করে টাকা বরাদ্দ হল। বাংলার বাড়ি, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে DA- সমস্ত বিষয়ে কী কী ঘোষণা জানুন এক নজরে।