scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা

Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা
  • 1/7

পশ্চিমবঙ্গে ১,৫০০ শূন্যপদে আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতনের পাশাপাশি মাসে সর্বোচ্চ ৫,০০০ টাকা ইনসেন্টিভও পাবেন হেলথ অফিসার পদে নিযুক্তরা।

Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা
  • 2/7

দীর্ঘদিন পর রাজ্যে আয়ুর্বেদিক চিকিৎসকদের কমিউনিটি হেলথ অফিসার (CHO) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। চলুন এই নিয়োগ সম্পর্কে জেনে নেওয়া যাক...

Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা
  • 3/7

জাতীয় স্বাস্থ্য মিশন এই নিয়োগের দায়িত্বের রয়েছে। রাজ্যে চুক্তিভিত্তিতে ১,৫০০ শূন্যপদে আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার (CHO) নিয়োগ করা হবে।

Advertisement
Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা
  • 4/7

শিক্ষাগত যোগ্যতা: জাতীয় স্বাস্থ্য মিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, BHMS তথা আয়ুর্বেদের স্বীকৃত ডাক্তারি ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা
  • 5/7

পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদ স্বীকৃত BAMS ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে এ রাজ্যের বাসিন্দা হতে হবে এবং বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা এই পদের ক্ষেত্রে যোগ্যতার অপরিহার্য অংশ।

Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা
  • 6/7

পশ্চিমবঙ্গে আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদে নিযুক্তরা মাসে ২০,০০০ টাকা বেতন পাবেন। এর সঙ্গে সর্বোচ্চ ৫,০০০ টাকা ইনসেন্টিভও পাবেন হেলথ অফিসার পদে নিযুক্তরা।

Ayurvedic CHO Recruitment: আয়ুর্বেদিক কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করছে রাজ্য, বেতন ২৫,০০০ টাকা
  • 7/7

এই বার নার্সদের কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদে নিয়োগ করা হচ্ছে না। এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জানতে জাতীয় স্বাস্থ্য মিশনের ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement