scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?

Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?
  • 1/7

৩ ফেব্রুয়ারি, আজ থেকে ফের স্কুল খুলছে রাজ্যে। তবে আপাতত স্কুলে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে। সেই নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা গতকালই জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে জানানো হয়েছে স্কুল খোলার বিধি।

Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?
  • 2/7

করোনার বিধিনিষেধ মেনে সুষ্ঠু ভাবে স্কুল পরিচালনার বিষয়টি নিখুঁতভাবে তদারকি করতে এক জন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে জেলাশাসকদের তরফে। ওই নির্দেশিকা অনুযায়ী, ২ ফেব্রুয়ারির মধ্যেই স্কুল প্রাঙ্গণ, কক্ষ পরিষ্কার করে, স্যানিটাইজ করে ফেলতে বলা হয়েছিল।

Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?
  • 3/7

কোভিড বিধি মেনে খোলা যাবে হস্টেলও। তবে, হোস্টেলের ভিতরে যাতে সব রকমের কোভিডবিধি মানা হয়, তা নিশ্চিত করতে হবে হোস্টেল কর্তৃপক্ষকেই। শিক্ষক এবং পড়ুয়া, সকলকে মানতে হবে কোভিড বিধি।

Advertisement
Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?
  • 4/7

স্কুলের সমস্ত পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শারীরিক দূরত্ব এবং সরকারি কোভিড বিধি মেনে চলতে হবে। প্রয়োজনে ক্লাসের ছাত্রছাত্রীদের দুই বা তার বেশি শ্রেণিকক্ষে বসিয়ে পড়ানোর ব্যবস্থা করতে হবে। স্কুলে পৃথক আইসোলেশন রুম থাকলে ভাল হয়।

Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?
  • 5/7

পড়ুয়া, শিক্ষক, শিক্ষা কর্মী— সকলের মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনে চলা বাধ্যতামূলক। এর জন্য স্কুলের কোনও শিক্ষককেই দায়িত্ব নিতে হবে যা স্কুল কর্তৃপক্ষকেই ঠিক করতে হবে।

Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?
  • 6/7

প্রতিটি স্কুল ভাল করে স্যানিটাইজ করতে হবে। স্কুলের গেটে ভিড় করা চলবে না। স্কুলের বাইরে ৪-৫ ফুটের দূরত্ব মানতে হবে। স্কুল খোলার আধ ঘণ্টা আগে পৌঁছতে হবে ছাত্র–ছাত্রীদের।

Bengal Schools Reopening: আজ থেকে বাংলায় খুলে গেল স্কুল; কী কী নিয়মের ঘেরাটোপে ক্লাস চলবে?
  • 7/7

এর তদারকি করতে হবে স্কুল কর্তৃপক্ষকেই। তবে এর আগে প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। এবার আর সে রকম কিছু নিয়ম থাকছে না।

Advertisement