scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 1/9

শতাধিক শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য এই পদের জন্য আবেদন করা যেতে পারে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 2/9

রিজিওনাল সেলস ম্যানেজার, জোনাল সেলস ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন পদে মোট ২২০ জন কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা (BOB)। এই নিয়োগ করা হচ্ছে ৫ বছরের চুক্তির ভিত্তিতে। চলুন কোন পদের জন্য কী যোগ্যতা প্রয়োজন, তা জেনে নেওয়া যাক।

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 3/9

রিজিওনাল সেলস ম্যানেজার: মোট শূন্যপদের সংখ্যা ৯টি। যে কোনও শাখার স্নাতক ডিগ্রিধারীদের অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। প্রার্থীদের প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে হতে হবে ৩২ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

Advertisement
BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 4/9

জোনাল সেলস ম্যানেজার: মোট শূন্যপদের সংখ্যা ১১টি। যে কোনও শাখার স্নাতক ডিগ্রিধারীদের অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে হতে হবে ৩২ বছর থেকে ৪৮ বছরের মধ্যে।

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 5/9

সিনিয়র ম্যানেজার: মোট শূন্যপদের সংখ্যা ১১০টি। যে কোনও শাখার স্নাতক ডিগ্রিধারীদের অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে হতে হবে ২৫ বছর থেকে ৩৭ বছরের মধ্যে।

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 6/9

অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট: মোট শূন্যপদের সংখ্যা ৫০টি। যে কোনও শাখার স্নাতক ডিগ্রিধারীদের অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে হতে হবে ২৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 7/9

ম্যানেজার: মোট শূন্যপদের সংখ্যা ৪০টি। যে কোনও শাখার স্নাতক ডিগ্রিধারীদের অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করা যেতে পারে। প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।

Advertisement
BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 8/9

প্রার্থীদের বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রয়োজনে অন্য প্রক্রিয়াতেও যোগ্য প্রার্থী বাছাই করা হতে পারে। আবেদন করতে হবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে www.bankofbaroda.in ওয়েবসাইটের মাধ্যমে।

BOB Recruitment 2022: ২২০ শূন্যপদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, ন্যূনতম যোগ্যতা স্নাতক
  • 9/9

আবেদনের ফি বাবদ ৬০০ টাকা দিতে হবে। ফি জমা দেবেন অনলাইনে। তবে তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই ফি ১০০ টাকা। অনলাইনে ফি জমা দেওয়া হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন www.bankofbaroda.in ওয়েবসাইটে।

Advertisement