scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

শীঘ্রই জানা যাবে CBSE বোর্ডের পরীক্ষার ফলাফল! জানুন কীভাবে, কোথায় পাবেন মার্কশিট

CBSE Result 2021: জানুন কী ভাবে পাবেন CBSE বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিট!
  • 1/7

সারা দেশে CBSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির লক্ষাধিক ছাত্রছাত্রী ফলাফল ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু কোথা থেকে, কী ভাবে পাওয়া যাবে মার্কশিট? চলুন জেনে নেওয়া যাক...

CBSE Result 2021: জানুন কী ভাবে পাবেন CBSE বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিট!
  • 2/7

CBSE আগামী দিনে দশম, দ্বাদশ বোর্ড পরীক্ষার ২০২১-এর ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। ফল প্রকাশের পরে শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, cbse.nic.in আর cbseresults.nic.in-এ তাদের মার্ক শিটটি দেখতে পাবে।

CBSE Result 2021: জানুন কী ভাবে পাবেন CBSE বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিট!
  • 3/7

তবে, ফলাফলের দিনে ভারী ট্র্যাফিকের কারণে অফিসিয়াল ওয়েবসাইটটি ক্র্যাশ হতে পারে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা ডিজিলকার (DigiLocker) প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের CBSE বোর্ডের ফলাফল দেখতে পারে। 

Advertisement
CBSE Result 2021: জানুন কী ভাবে পাবেন CBSE বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিট!
  • 4/7

CBSE দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এসএমএস এবং বিকল্প ওয়েবসাইট যেমন results.nic.in, indiaresults.com এবং examresult.net এর মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারে।

CBSE Result 2021: জানুন কী ভাবে পাবেন CBSE বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিট!
  • 5/7

ডিজিলকার (DigiLocker) প্ল্যাটফর্মের মাধ্যমে CBSE বোর্ডের ফলাফল দেখতে হলে প্রথমে www.digilocker.gov.in ওয়েবসাইটে ক্লিক করুন অথবা DigiLocker অ্যাপ স্মার্টফোনে নামিয়ে নিন।

CBSE Result 2021: জানুন কী ভাবে পাবেন CBSE বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিট!
  • 6/7

এবার CBSE-এর লিঙ্কে ক্লিক করতে হবে। দশম অথবা দ্বাদশ শ্রেণির ফলাফল জানতে সংশ্লিষ্ট বিকল্প বেছে নিয়ে সেটিতে ক্লিক করুন।

CBSE Result 2021: জানুন কী ভাবে পাবেন CBSE বোর্ডের দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিট!
  • 7/7

এ বার CBSE-এ নথিভুক্ত মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে লগ ইন করে মার্কশিট ডাউনলোড করে নোওয়া যাবে।

Advertisement