Advertisement
শিক্ষা-দীক্ষা

Central Railway Recruitment 2022: মাধ্যমিক পাশেই প্রায় আড়াই হাজার শূন্যপদে নিয়োগ করছে রেল! জানুন খুঁটিনাটি

  • 1/8

প্রায় আড়াই হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করছে রেল। মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার সহ বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে।

  • 2/8

মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ আর সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে আবেদন করা যেতে পারে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 3/8

মধ্যরেলের (Central Railway) ৫টি ক্লাস্টারের শপ, ডিপো ও শেডে মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার সহ বিভিন্ন বিভাগে মোট ২,৪২২ জনকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হচ্ছে। ট্রেনিং চলবে ১ বছর।

Advertisement
  • 4/8

মোট ২,৪২২ জন অ্যাপ্রেন্টিসের মধ্যে মুম্বাই ক্লাস্টারে রয়েছে ১,৬৫৯টি আসন, ভুসওয়াল ক্লাস্টারে রয়েছে ৪১৮টি আসন, পুণে ক্লাস্টারে মোট আসন সংখ্যা ১৫২টি, নাগপুর ক্লাস্টারে রয়েছে ১১৪টি আসন এবং সোলাপুর ক্লাস্টারে রয়েছে ৭৯টি আসন।

  • 5/8

মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর সহ পাশ আর সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করা যেতে পারে।

  • 6/8

এই নিয়োগের ক্ষেত্রে ১৭ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে আবেদনকারীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। ট্রেনিং চলাকালীন নিযুক্ত শিক্ষানবিশরা রেলের নির্ধারিত হারে স্টাইপেন্ড পাবেন।

  • 7/8

প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা ও ITI পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই আর প্রার্থীদের ডাক্তারি পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগ করা হবে।

Advertisement
  • 8/8

ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে https://www.rrccr.com/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফি বাবদ অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে। বিজ্ঞপ্তি নং: RRC/CR/AA/2022।

Advertisement