ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হলেই মোটা বেতনের সরকারি চাকরির সুযোগ রয়েছে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত তরুণ, তরুণীদের কাছে। কারণ, খেলোয়াড় কোটায় ২৪৯ জনকে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।
হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগ করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)। যে ক্রীড়াবিভাগগুলি থেকে নিয়োগ করা হবে সেগুলি হল, ফুটবল, হকি, কব্বাডি, জিমনাস্টিক, সুইমিং, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ভলিবল, বক্সিং, জুডো, ওয়েট লিফটিং, রেসলিং, তায়কন্ডো, শুটিং এবং হ্যান্ড বল।
ইচ্ছুক প্রার্থীদের উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে। এর সঙ্গেই রাজ্য অথবা জাতীয় অথবা আন্তর্জাতিক গেমস, স্পোর্টস ও অ্যাথেলটিক্সে প্রতিনিধিত্ব করে পদক প্রাপ্ত হতে হবে।
মহিলা ও পুরুষ প্রার্থীদের ওজন তাঁদের বয়স এবং উচ্চতার সঙ্গে মানানসই হওয়া চাই। শারীরিক মাপজোক সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য https://cisfrectt.in ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তির বিবরণ দেখতে হবে।
প্রার্থীদের বয়সসীমা ও বেতন: ১ অগাস্ট, ২০২১ তারিখের হিসেবে প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিযুক্তদের মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে।
আবেদন ও প্রার্থীদের ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষের ভিত্তিতে প্রাথমিক ভাবে বাছাই করা প্রার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রাথমিক বাছাইয়ের থেকে নথিপত্র যাচাই, ট্রায়াল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং দক্ষতার পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রার্থী বাছাই করা হবে। শেষে প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা করা হবে।
আবেদনের ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে। এই টাকা পাঠাতে হবে পোস্টাল অর্ডার অথবা স্টেট ব্যাঙ্কের ডিমান্ড সহ সংশ্লিষ্ট ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর বয়ান, ঠিকানা পাবেন https://cisfrectt.in ওয়েবসাইটে।