দশম শ্রেণি পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ দিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (ECIL)। নিযুক্তদের মূল মাসিক বেতন (বেসিক পে) ২০,৪৮০ টাকা। ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য হাতে আর মাত্র ২ দিন পড়ে রয়েছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
ট্রেডসম্যান-বি (ডব্লুজি-থ্রি) পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL)। মোট ৪০টি শূন্যপদে নিয়োগ করা হবে। নিযুক্তদের দেশের যে কোনও রাজ্যে কাজ করতে হবে।
মোট ৪০টি শূন্যপদের মধ্যে ফিটার ট্রেডে- ১২টি, ইলেক্ট্রনিক্স মেকানিক অথবা আর অ্যান্ড টিভি ট্রেডে- ১১টি, মেশিনিস্ট ট্রেডে- ১০টি, টার্নার ট্রেডে- ৪টি এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডে- ৩টি আসন রয়েছে।
মাধ্যমিক অথবা এসএসসি বা এর সমতুল্য পাশ এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট (NTC) সঙ্গে এনএসি বা ম্যাট্রিকুলেশন অথবা এসএসসি বা এর সমতুল্য পাশ এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট (NTC) সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যেতে পারে।
উল্লেখিত পদগুলিতে আবেদনকারীদের বয়স ২৫ জুন, ২০২২-এর হিসাবে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেনির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এই পদে নিযুক্তদের মূল মাসিক বেতন (বেসিক পে) ২০,৪৮০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা আর ট্রেড টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা আর ট্রেড টেস্টে সমান ওয়েটেজ থাকবে। এছাড়া লিখিত পরীক্ষা আর ট্রেড টেস্ট মিলিয়ে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। পরীক্ষার্থীদের ওএমআর শিটে উত্তর দিতে হবে।
পরীক্ষার দিন-ক্ষণ, পরীক্ষা কেন্দ্রের ঠিকানা ই-মেল অথবা এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। http//careers.ecil.co.in ওয়েবসাইট থেকে প্রার্থীদের হল টিকিট ডাউনলোড করতে হবে। ট্রেড টেস্টের আগে প্রার্থীদের যাবতীয় নথিপত্র যাচাই করা হবে।
তফশিলি প্রার্থীরা ছাড়া বাকি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। ফি অনলাইনে বা অফলাইনে দেওয়া যাবে।
ইচ্ছুক প্রার্থীদের ২৫ জুনের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে http//careers.ecil.co.in ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পাবেন ওয়েবসাইটে। পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন