scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 1/9

ওয়াচম্যান পদে ১,২৪০ জনকে নিয়োগ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)। যাঁরা ২২ অগাস্ট ২০০২ তারিখের পূর্বে ফুড কর্পোরেশনে অন্তত ৬ মাস কাজ করেছেন, তাঁরাও শর্তসাপেক্ষে পূর্বতন প্রাক্তন চুক্তির ভিত্তিতে কাজের জন্য আবেদন করতে পারেন।

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 2/9

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)-র এই নিয়োগ হবে হরিয়ানা ও পাঞ্জাবের বিভিন্ন ডিপো ও দফতরগুলিতে। হরিয়ানায় শূন্যপদের সংখ্যা ৩৮০টি এবং পঞ্জাবে শূন্যপদের সংখ্যা ৮৬০টি। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 3/9

ওয়াচম্যান: এই পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। 

Advertisement
FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 4/9

পূর্বতন প্রাক্তন চুক্তিভিত্তিক সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে: যাঁরা ২২ অগাস্ট ২০০২ তারিখের পূর্বে ফুড কর্পোরেশনে অন্তত ৬ মাস কাজ করেছেন, এ ক্ষেত্রে পঞ্চম শ্রেণি পাশ প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 5/9

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)-র ওয়াচম্যান পদে নিযুক্ত কর্মীদের মূল মাইনে প্রতি মাসে ২৩,৩০০ টাকা থেকে ৬৪,০০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুবিধাও রয়েছে।

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 6/9

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় পাস করার পর প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শেষে আবেদনকারীদের নথিপত্র যাচাই আর ডাক্তারি পরীক্ষা করা হবে।

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 7/9

এই নিয়োগের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের শারীরিক সক্ষমতার কোনও পরীক্ষা দিতে হবে না। লিখিত পরীক্ষার দিন-ক্ষণ সময় মতো জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার ১৫ দিন আগে http://fci.gov.in-এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে।

Advertisement
FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 8/9

আবেদনের ফি: উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনের জন্য ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র অনলাইনে সাবমিট করার সময়ই ফি জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদনের ফি দিতে হবে না।

FCI Recruitment 2021: অষ্টম শ্রেণি পাশেই ফুড কর্পোরেশনে চাকরি! ন্যূনতম বেতন ২৩,৩০০ টাকা
  • 9/9

আবেদনের পদ্ধতি: উল্লেখিত পদের ক্ষেত্রে প্রার্থীরা ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে http://fci.gov.in-এই লিঙ্ক থেকে। ফি জমা দেওয়ার পর প্রার্থীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, পরবর্তীতে তা কাজে লাগবে। বাকি তথ্যের জন্য এই http://fci.gov.in-এই লিঙ্কে ক্লিক করুন। 

Advertisement